আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ, ১০ নভেম্বর রবিবার, চন্দ্র কুম্ভ রাশিতে যেতে চলেছে, যেখানে ইতিমধ্যে অবস্থান করছে শনি।ফলে একটি শুভ যোগ তৈরি হবে।এছাড়াও ধ্রুব যোগ, রবি যোগ এবং ঘনিষ্ঠ নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটতে চলেছে। ফলে আজকের দিনের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। যার শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির উপর। তাহলে জগদ্ধাত্রী পুজোর দিন সোনায় মুড়বে কাদের ভাগ্য? জেনে নেওয়া যাক-

মেষ রাশি- আজকের দিনটি মেষ রাশির জন্য আনন্দদায়ক হতে চলেছে। অনেক দিনের মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে। কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনও সুখবর পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। পরিবারে শান্তি থাকবে।  

কর্কট রাশি- আজকের দিনটি কর্কট রাশির অধিকারীদের জন্য বেশ লাভজনক। কোনও সৃজনশীল কাজে বেশি আগ্রহী হবেন, যা কর্মজীবনের পরিধিও বাড়াবে। নতুন কোনও কাজের সন্ধানও পেতে পারে। রাতারাতি অর্থলাভের যোগ রয়েছে। আয়-ব্যয়ের ভারসাম্য রেখে বাড়বে সঞ্চয়। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

কন্যা রাশি- যে কোনও কাজে আজ সাফল্য পেতে পারেন কন্যা রাশির মানুষেরা। বাড়িতে বিশেষ অতিথি আসতে পারে। কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রমের ফল পাবেন। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। রাতারাতি অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। প্রেমের জীবন সুখের হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

তুলা রাশি: শুভ যোগে সমাজে যশ-খ্যাতি বাড়বে তুলা রাশির মানুষদের। সামাজিক জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন হতে পারে, যা বাড়াবে আত্মবিশ্বাস। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা বড় কোনও বিনিয়োগ করতে পারেন। সংসারে আর্থিক সংকট মিটতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।