আজকাল ওয়েবডেস্ক: শহর থেকে শহরতলি— আজকাল বাড়িতে কুকুর পোষার প্রবণতা যথেষ্ট বেড়েছে। একাকিত্ব দূর করা থেকে শুরু করে বাড়ির সুরক্ষা, কিংবা নিছকই পশুপ্রেম—বিভিন্ন কারণেই অনেকে এখন কুকুর পুষতে আগ্রহী হচ্ছেন। তবে পোষ্য বেছে নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র গায়ের রঙ, আকার কিংবা দামের উপর নির্ভর করলেই হবে না। তার স্বভাব-চরিত্র, প্রশিক্ষণ নেওয়ার ক্ষমতা, ও মালিকের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম বার কুকুর পুষতে ইচ্ছুক ব্যক্তিদের এমন কোনও প্রজাতি নেওয়া উচিত নয়, যেগুলি স্বভাবতই আগ্রাসী, শক্তিশালী এবং প্রশিক্ষণ ছাড়া নিয়ন্ত্রণ করা কঠিন। কারণ এমন প্রজাতি ভুল হাতে পড়লে হতে পারে মারাত্মক বিপদের কারণ, এমনকি ঘটতে পারে প্রাণহানিও।


১. পিটবুল টেরিয়ার
এই নামটি শুনলেই অনেকের কানে ভেসে আসে কুকুরের মারাত্মক আক্রমণের খবর। আমেরিকা-সহ একাধিক দেশে পিটবুলের আক্রমণে মৃত্যু পর্যন্ত হয়েছে। এদের শক্তি, সাহস ও তীক্ষ্ণ দাঁতের জোর এতটাই বেশি যে বিপদের সময় এক মুহূর্তে আঘাত হানতে পারে। প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ ছাড়া এই কুকুরকে সামলানো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব।

২. রটওয়াইলার
দেখতে যেমন সুঠাম, তেমনই কঠোর এর স্বভাব। অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও প্রভুভক্ত হলেও অচেনা লোক দেখলে বা বিপদের আঁচ পেলে মুহূর্তে আক্রমণাত্মক হয়ে ওঠে। ভুল প্রশিক্ষণ বা অবহেলার কারণে রটওয়াইলার হয়ে উঠতে পারে নিয়ন্ত্রণহীন। তাই প্রথম বার কুকুর পুষতে গেলে এই জাতটি না নেওয়াই ভাল।

৩. জার্মান শেফার্ড
অনেকেই পুলিশের কাজে ব্যবহৃত বলে জার্মান শেফার্ড নিতে আগ্রহী হন। কিন্তু এই কুকুর অত্যন্ত বুদ্ধিমান, একই সঙ্গে এদের মধ্যে থাকে আক্রমণাত্মক প্রবণতা। শিশু বা বয়স্কদের সঙ্গে সঠিক ভাবে মিশে যেতে প্রশিক্ষণের দরকার। প্রথম বার কুকুর পালকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

৪. জাপানি ইনু
জাপানি এই কুকুর মূলত শিকার করার জন্যই ব্যবহৃত হত। একান্ত প্রভুভক্ত হলেও অপরিচিত কাউকে সহজে সহ্য করতে পারে না। আকাশা জাতটি অত্যন্ত ডমিন্যান্ট, একগুঁয়ে। এর সঙ্গে মানিয়ে নেওয়া এবং সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া একজন নতুন মালিকের পক্ষে বেশ কঠিন।

৫. ডোবারম্যান
প্রহরী কুকুর হিসেবে ডোবারম্যানের নাম সকলেরই জানা। তবে এদের বুদ্ধি ও সাহসের পাশাপাশি রয়েছে একরোখা স্বভাবও। যেকোনও রকম বিপদের ইঙ্গিত পেলে মুহূর্তেই হয়ে ওঠে আক্রমণাত্মক। সঠিকভাবে না সামলাতে পারলে বিপদের আশঙ্কা প্রবল। তাই অভিজ্ঞ প্রশিক্ষক ছাড়া এই জাতটি পোষা একেবারেই উচিৎ নয়।