বাড়িতে পরিচারিকা থাকুক বা না থাকুক, অনেকেই খাওয়ার পর নিজের বাসন ধুয়ে নিতে পছন্দ করেন। আপাতভাবে খাওয়ার পরপরই বাসন ধোয়া কেবল একটি অভ্যাস মনে হলেও, মনোবিজ্ঞানীরা বলছেন এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যক্তিত্বের একাধিক দিক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু আলাদা মানসিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। মনোবিজ্ঞানীদের মতে, বাসন ধোয়া শুধু পরিচ্ছন্নতার কাজ নয়, বরং এটি একজন মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও মানসিক গঠন সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। ফলে খাওয়ার পর বাসন ধুয়ে ফেলার এই সাধারণ অভ্যাস আসলে ব্যক্তিত্বের এক বিশেষ প্রতিচ্ছবি। আপনার মধ্যেও এই অভ্যাস থাকলে বিশদে জেনে নিন এই বিষয়ে-
১. কাজ শেষ করার প্রবণতাঃ এই ধরনের মানুষরা অসমাপ্ত কাজ সহ্য করতে পারেন না। তারা চান, যে কোনও কাজ শুরু হলে তা যেন দ্রুত শেষ হয়ে যায়। যার জন্য খাওয়া শেষ হতেই বাসন ধুয়ে নেওয়াকে তারা স্বস্তির মাধ্যম হিসেবে দেখেন।
আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের বিপদসংকেত দিতে পারে গলার মাপ! গবেষণায় উঠে এল অবাক করা তথ্য
২. পরিচ্ছন্নতা ও অন্যদের প্রতি দায়বদ্ধতাঃ যারা সবসময় বাসন ধুয়ে রাখেন, তারা সাধারণত সেই নির্দিষ্ট জায়গা কিংবা আশেপাশের মানুষজনের প্রতি যত্নশীল হন। সচেতনভাবেই তাঁরা এই কাজ করেন। পরিবারের অন্য সদস্য বা সহবাসীদের জন্য রান্নাঘর পরিষ্কার রাখা তাঁদের কাছে দায়িত্বের মতো।
৩. রুটিন মেনে চলার অভ্যাসঃ খাওয়ার পর বাসন ধোওয়া এই ধরনের মানুষের কাছে একটি নিয়মিত রুটিন। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে যায় এবং জীবনযাত্রায় শৃঙ্খলা আসে।
৪. আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশিঃ বিশ্রাম নেওয়ার ইচ্ছে জাগলেও এই মানুষরা আগে হাতের কাজ সেরে ফেলেন। এটি তাদের আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং দায়িত্ববোধের পরিচয় দেয়।

৫. মাইন্ডফুলনেস বা সচেতনতার অনুশীলনঃ বাসন ধোওয়ার সময় জল, সাবানের ফেনা ও হাতের নড়াচড়া পর্যবেক্ষণ করা অনেক সময় মাইন্ডফুলনেস বা মানসিক একাগ্রতার অনুশীলনে সাহায্য করে। সেই কারণে এই ধরনের মানুষেরা চাপমুক্ত থাকতে পারেন।
৬. স্ট্রেস এড়ানোর কৌশলঃ অনেকের কাছে কাজ পড়ে থাকলে মানসিক চাপ বাড়ে। কিন্তু যারা সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নেন, তারা জানেন জমে থাকা বাসন পরবর্তীতে মানসিক চাপ তৈরি করতে পারে। তাই আগেই সমস্যা প্রতিরোধ করতে চান।
৭. দায়িত্ব ও স্বাচ্ছন্দ্যের ভারসাম্যঃ এরা নিজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি পরিবারের বা সঙ্গীর স্বাচ্ছন্দ্যের কথাও ভাবেন। তাই দায়িত্ব ভাগাভাগি করে নিতে পিছপা হন না।
৮. বিনয়ী স্বভাবঃ বাসন ধোয়া কোনও গ্ল্যামারাস কাজ নয়। সাধারণত কেউ এই কাজের জন্য প্রশংসা পান না। তবুও যারা এই কাজ স্বেচ্ছায় করেন, তারা প্রকৃতপক্ষে বিনয়ী ও অহংবর্জিত মানুষ।
