আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে ফিরে মোবাইল, খাবার খাওয়ার সময় মোবাইল, এমনকী ঘুমাতে যাওয়ার সময়ও মোবাইল! শিশুদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি এখন এমন পর্যায়ে গিয়েছে যে সন্তানকে নিয়ে চিন্তার শেষ নেই মা-বাবার। আজকের যুগে শিশুদের স্মার্টফোনের প্রতি আসক্তি একটি গুরুতর সমস্যা। এর ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের ফলে চোখের সমস্যা, মাথাব্যথা, ঘাড়ে ব্যথা এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। দেখা দিতে পারে উদ্বেগ, হতাশা, একাকিত্ব এবং সামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো সমস্যাও।
 
 তাই সময় থাকতেই জেনে নিতে হবে শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখার কয়েকটি কার্যকরী উপায়:
* অন্য কাজে উৎসাহ: শিশুদের খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা বা অন্যান্য সৃজনশীল কাজে উৎসাহিত করুন। যদি কোনও বিশেষ খেলার প্রতি সন্তানের আগ্রহ থাকে তবে তাকে সেই খেলার প্রতি আরও উৎসাহ দিন।
* পরিবারের সঙ্গে সময় কাটানো: শিশুদের সঙ্গে গল্প করুন, খেলাধুলা করুন বা একসঙ্গে সিনেমা দেখুন। আপনি যদি সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে শিশুরা আপনার কাছ থেকে একই জিনিস শিখবে। তাই, নিজের স্মার্টফোন ব্যবহার সীমিত করুন।
* বই পড়তে দিন: শিশুদেরকে গল্পের বই, ছড়ার বই বা অন্যান্য শিক্ষামূলক বই পড়তে উৎসাহিত করুন। এই চল প্রায় উঠেই গিয়েছে। শিক্ষা কেবল সিলেবাসে আটকে রাখলে চলবে না।
* ‘নো-ফোন টাইম’ তৈরি করুন: খাবার সময় বা ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। সন্তানকেও শেখান, দিনের কিছু কিছু নির্দিষ্ট সময়ে কোনও মতেই ফোন ব্যবহার করা চলবে না।
 
  * সন্তানের সঙ্গে কথা বলুন: বকা ঝকা করে নয়, সন্তানকে স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের খারাপ দিকগুলি বুঝিয়ে বলুন। শিশুদের বুদ্ধিবৃত্তিকে হালকা করে দেখবেন না। সঠিক ভাবে বুঝিয়ে বললে তারাও বিষয়টি বুঝতে পারে।
