আজকাল ওয়েব ডেস্কঃ চলতি বছর ১৬ই অক্টোবর, বুধবার শরৎ পূর্ণিমা তিথি পড়েছে।এই বছর কোজাগরী পূর্ণিমা পড়েছে আগামী ১৬ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটে আর পূর্ণিমা শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৪টে ৫০ মিনিটে।
আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিটি শরৎ পূর্ণিমা নামে পরিচিত যা রাস পূর্ণিমা নামেও পরিচিত।শরৎ পূর্ণিমার দিনে চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে।এমনকি চাঁদের স্নিগ্ধ আলো প্রতিটি মানুষকে প্রভাবিত করে।এই রাতে ধনদেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন।তাই প্রায় প্রতিটি ঘরেই এদিন কোজাগরী লক্ষ্মী পুজো পালন করা হয়।প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্ত্যলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। যাঁরা এদিন সারা রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করেন, সেই সংসারে বিরাজ করেন তিনি। এ দিন পুরো ১৬ কলায় পূর্ণ হয় চাঁদ। মনে করা হয় চাঁদের আলোয় এ দিন মধু ঝরে।

জানেন কি, এদিন মা  লক্ষ্মীকে পুজোর পাশাপাশি কিছু বিশেষ উপায়ে আপনার পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করা ছাড়াও আপনার স্বাস্থ্য সম্বন্ধীয় অনেক সমস্যার সমাধান হতে পারে।শরৎ পূর্ণিমার এই চাঁদ ও চাঁদের আলো বছরের সব থেকে শক্তিশালী বলে ধরে নেওয়া হয়।এই পুণ্য দিনে বাড়িতে ক্ষীর বা পায়েস রান্না করুন। সন্ধ্যেবেলায় পূর্ণিমার চাঁদ উঠলে সেই পায়েস চাঁদের আলোর নিচে কোন জায়গায় রেখে দিন।একটি রুপোর কয়েন রাখলে ভাল হয়। নিজের মনের অপূর্ণ ইচ্ছে বা স্বাস্হ্যের বিষয়ে যেকোনও সমস্যা মনে মনে বলুন।যদি চাঁদের আলোর নিচে রাখা সম্ভব না হয় তবে পায়েসের বাটি চাঁদের দিকে দেখিয়ে 'ওম চন্দ্রামাসে নমহঃ' মন্ত্র ২১ বার পাঠ করে ঘরে নিয়ে আসুন।এবার সেই পায়েস খেয়ে নিন।আপনার মনের প্রার্থনা পূরণ হবেই।

শরৎ পূর্ণিমার এই চাঁদ এত শক্তিশালী হয় যে এর আলোর নিচে আপনি আপনার ওষুধ, প্রয়োজনীয় ও ব্যক্তিগত লেখার ডায়েরি, ব্যবহারের প্রায় সব কিছু রেখে তার শক্তি বৃদ্ধি করতে পারেন।এই চাঁদের শক্তি এতটাই বেশি থাকে। গর্ভবতী মহিলারা এই সুযোগ হাতছাড়া করবেন না।এদিন চাঁদের আলোর নিচে কিছু সময় বসতে পারলে সদ্যজাত সন্তান হবে সুস্থ ও সুন্দর।