আজকাল ওয়েবডেস্ক: দেশে বিদেশে বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মার্কিন মুলুকেও যে তাঁর জনপ্রিয়তা কম না, তার প্রমাণ মিলল আরও একবার। এবার নিজের ৭৭ তম জন্মদিনে তাঁর তৈরি পোশাক এবং গয়না পরলেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের মা মায়ে মাস্ক। 

মায়ে একসময় কানাডার সুপার মডেল ছিলেন। বর্তমানে মুম্বইয়ে নিজের আবাসনে রয়েছেন তিনি। সেখানেই তাঁকে দেখা গেল সব্যসাচীর তৈরি গোলাপী পোশাকে। ভারতীয় ঘাগড়া এবং ব্রিটিশ গাউনের মিশেলে তৈরি পোশাকটিতে স্পষ্ট সব্যসাচীর স্বকীয়তার ছাপ। ফুলহাতা, পা ঢাকা গাউনের সর্বত্র সুতোর এমব্রয়ডারির কাজ। সঙ্গে মানানসই কানের দুল এবং ওড়না। নিজের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মায়ে। পাশাপাশি এও জানিয়েছেন, তাঁর জন্মদিন উপলক্ষ্যে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফুল পাঠিয়েছেন ইলন। নিজের এক্স হ্যান্ডেল থেকে মাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ইলন মাস্ক। 

প্রসঙ্গত, ১৯৯৯ সালে কলকাতায় নিজের প্রথম স্টুডিও খোলেন সব্যসাচী। সেসময় পোশাকশিল্প নিয়ে খুব একটা আগ্রহ ছিল না কারও। কিন্তু কলকাতার ঐতিহ্য এবং সৃষ্টিশীলতায় অনুপ্রেরণা খুঁজে নেন সব্যসাচী। আধুনিক ডিজাইনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটানো শুরু করেন শিল্পী। ক্রমেই তাঁর কাজ নজর কাড়ে বলিউড তারকাদের। অমিতাভ বচ্চন, রানি মুখার্জি থেকে প্রিয়াঙ্কা চোপড়া। সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর অনুরাগীর তালিকা ক্রমেই লম্বা হয়েছে। সেই তালিকায় সর্বশেষ নাম ইলন মাস্কের মা, মায়ে মাস্ক।