প্যাচপ্যাচে গরমের পর বর্ষাকাল স্বস্তি নিয়ে আসে ঠিকই। কিন্তু এই সময়েই বাড়ে পোকামাকড় থেকে সরীসৃপের উপদ্রব। যার মধ্যে উদ্বেগের কারণ হয়ে ওঠে সাপ। অনেক সময়ে দরজা-জানলা বন্ধ করে রাখলেও এই প্রাণীটির ঘরে ঢুকে পড়ার ঘটনা সামনে আসে। কিন্তু কেন এমন হয় জানেন? এর উত্তর অনেক সময়েই গৃহস্থলির সাধারণ কয়েকটি অভ্যাসে লুকিয়ে থাকে। রোজকার কয়েকটি অভ্যাসকে আপাতভাবে গুরুত্ব না দিলেও সেগুলোর জন্যই অজান্তে ঘরে সাপ ঢুকে পড়তে পারে।

১. খোলা জায়গায় শস্য ও ডাল সংরক্ষণঃ ধান, গম এবং ডালের মতো শস্য খোলা জায়গায় রেখে দিলে অথবা সঠিকভাবে ঢেকে না রাখলে ইঁদুর ও ইঁদুরের মতো প্রাণীদের আকর্ষণ করতে পারে। আর এই ছোট প্রাণীগুলোই সাপকে আকর্ষণ করে। একইসঙ্গে রান্নাঘরে সামান্য ইঁদুরের সমস্যা থাকলেও সাপ ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তাই সবসময় খাবারের জিনিসপত্র বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। রান্নাঘরের তাক পরিষ্কার রাখুন এবং সবকিছু ছড়িয়ে ছিটিয়ে না রেখে একসঙ্গ গুছিয়ে রাখুন। 

২. ঢাকনা ছাড়া বা নোংরা উপচে পড়া ডাস্টবিনঃ খোলা বা উপচে পড়া আবর্জনার বাক্স, বিশেষ করে যে সব ডাস্টবিনে ভেজা আবর্জনা থাকে, সেগুলো ইঁদুর এবং পোকামাকড়ের প্রজনন ক্ষেত্র। যেগুলো শিকার করতে সাপ আসতে পারে। তাই ডাস্টবিন শক্ত করে বন্ধ রাখার অভ্যাস করুন। নিয়মিত রান্নাঘরের বর্জ্য ফেলে দিন। ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করুন এবং বর্ষাকালে দিনে অন্তত একবার সেগুলো খালি করার চেষ্টা করুন।

 

আরও পড়ুনঃ সুগারের যম, রক্তে থেকে ছেঁকে বার করবে চিনি! নিয়মিত এই কটি খাবার খেলেই বশে থাকবে ডায়াবেটিসের তাণ্ডব

 

৩. ফুটো পাইপ এবং স্যাঁতস্যাঁতে কোণঃ সাপ ঠান্ডা, আর্দ্র এবং অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে। রান্নাঘরের সিঙ্কের নীচে, ওয়াশিং মেশিনের পিছনে, এমনকী বাড়ির বাইরেও লিকেজ জল সাপ লুকিয়ে বিশ্রাম নিতে পারে। সেক্ষেত্রে জলের পাইপে কোনও রকম ফুটো আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। ড্রিপিং পাইপগুলো অবিলম্বে মেরামত করুন। স্যাঁতস্যাঁতে কোণগুলি ঘন ঘন পরিষ্কার এবং শুকানো রাখার চেষ্টা করুন। 


৪. মাংস, মাছ এবং ডিম থেকে তীব্র গন্ধঃ কাঁচা বা অবশিষ্ট মাংস, ডিম বা মাছের তীব্র গন্ধ কেবল ইঁদুর এবং ব্যাঙকেই নয়, পোকামাকড়কেও আকৃষ্ট করতে পারে। যা সাপের খাবারের তালিকায় থাকা আরও একটি সংযোজন। এই গন্ধ অনেক দূর ছড়িয়ে যায়। যা বাড়িতে সাপকে আমন্ত্রণ জানাতে পারে। তাই অবশিষ্ট মাংস বা হাড় খোলা রাখবেন না। শক্তভাবে সিল করা বিন ব্যবহার করে ফেলে দিন অথবা নিষ্কাশন না করা পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করুন। কাঁচা মাংস বা মাছ রাখার পরই জায়গাটি পরিষ্কার করুন।

৫. অন্ধকার, নোংরা এবং অগোছালো কোণঃ সাপ অন্ধকার, শান্ত এবং অগোছালো জায়গায় আশ্রয় খোঁজে। রান্নাঘরের ক্যাবিনেটের পিছনে, স্টোরেজ র্যাকের নীচে অথবা খুব কম ব্যবহৃত কোণে যেখানে ময়লা থাকে সেগুলি এই সরীসৃপদের জন্য নিখুঁত আস্তানা। তাই রান্নাঘর এবং স্টোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নিয়মিতভাবে যন্ত্রপাতি এবং তাকের পিছনে ঝাড়ু দিন এবং মাঝে মাঝেই খতিয়ে দেখুন। ঘন ঘন ব্যবহার না করা জায়গাগুলি পরিষ্কার করুন।

কী কী মেনে চলবেন

* রসুন এবং পেঁয়াজের গন্ধ সাপ তাড়াতে পরিচিত। জানালা বা প্রবেশপথের কাছে এগুলোা রাখলে প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে।

* নিম পাতা ও ফিটকিরি সাপের প্রবেশ আটকে দেয় বলে মনে করা। তাই ঘরের কোণে বা জানালার পাশে রাখতে পারেন। 

* এমন কিছু কিছু গাছ রয়েছে যা সাপের বিশেষ পছন্দের। তাই এই ধরনের গাছ বাড়িতে থাকলে সাপ ঘরে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। সেই তালিকায় রয়েছে ল্যান্টানা গাছ, তুলসী গাছ, চম্পা গাছ, লেবু গাছ, অপরাজিতা গাছ। 

* দরজা এবং জানালাগুলি ঠিকভাবে বন্ধ করা আছে কিনা তা খেয়াল রাখুন। সাপ প্রবেশ করতে পারে এমন যে কোনও ছোট গর্ত বা ফাঁক ঢেকে দিন।