আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। গ্রহদের মধ্যে বুধকে রাজকুমার বলা হয়। শীঘ্রই বুধ সোজা পথে চলতে শুরু করবে। আগামী ১৬ ডিসেম্বর রাত ২:২৫ মিনিট থেকে বুধ তার সোজা গতি অর্থাৎ মার্গী হতে শুরু করবে। বুধ আজ ৪ জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশিতে রয়েছে। এরপর ধনু রাশিতে প্রবেশ করবেন গ্রহদের রাজকুমার। সেই সময়ও বুধ তার সোজা গতি বজায় রাখবে। আর বুধের এই মার্গী দশা ৪ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাহলে দেখে নেওয়া যাক কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে-

বৃষ রাশি: বুধের সোজা গতি বৃষ রাশির জন্য লাভজনক হতে চলেছে। আর্থিক উন্নতির সুযোগ আসবে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। রাতারাতি অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। পরিবারে শান্তি থাকবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন, নতুন চাকরিরও প্রস্তাব পেতে পারেন।

মিথুন রাশি: মার্গী দশায় বুধ বড় পরিবর্তন নিয়ে আসবে মিথুন রাশির জীবনে। নতুন সম্পত্তি, গাড়ি কেনার সুযোগ আসতে পারে। সংসারে আর্থিক সংকট কাটবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। অফিসে কাজের প্রশংসা পেতে পারেন। সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। যে কোনও কাজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে লাভজনক হবে।

সিংহ রাশি: বুধের সোজা গতি সিংহ রাশির সুদিন ফেরাবে। পারিবারিক সুখ-সমৃ্দ্ধি পাড়বে। টাকাপয়সার সমস্যা মিটবে। স্বাস্থ্য ভাল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি বা ব্যবসার খোঁজ করছেন, তাদের জন্য এটি ইতিবাচক সময়। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন।

কুম্ভ রাশি: বুধের সোজা গতির ফলে কুম্ভ রাশির কপাল খুলবে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের বড় লাভের যোগ রয়েছে।