আজকাল ওয়েবডেস্কঃ বৈদিক জ্যোতিষ শাস্ত্রমতে, প্রতিটি গ্রহই কিছু সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়। ঠিক যেমন আজ ৯ জুন তৈরি হয়েছে মহালক্ষ্মী রাজযোগ।
দিন দুয়েক আগে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। গত ৭ জুন শনিবার রাত ২টো ১০ মিনিটে লাল গ্রহ মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে, আজ চাঁদ মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিতে গোচর করেছে। ফলে চাঁদে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে। আর এই রাজযোগের প্রভাবে তিন রাশির জীবনে বিরাট উন্নতির সুযোগ আসবে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর মহালক্ষ্মী রাজযোগের অনুকূল প্রভাব পড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ৷ অফিসে প্রমোশন পেতে পারেন। বিনিয়োগের ব্যবসায় লাভের মুখ দেখবেন। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা কমবে। চাকরি পরিবর্তনের জন্য ভাল সময়।
সিংহ: মহালক্ষ্মী রাজযোগ সিংহ রাশির জন্য লাভজনক হবে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন ৷ চাকরিজীবীদের জন্য ভাল সময়৷ ব্যবসা আরও সুরক্ষিত হবে৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারে শান্তি বজায় থাকবে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে।
তুলা: চন্দ্র-মঙ্গলে সংযোগে তুলা রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷ পুরনো ঋণের হাত থেকে মুক্তি পাবেন। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক সংকট কাটবে। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে প্রচুর অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে।
