জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের মতো ঘটনায় বিভিন্ন রাশির জীবনে বদল আসতে পারে। যেমন শীঘ্রই চন্দ্রগ্রহণে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 


আগামী ৭ সেপ্টেম্বর রবিবার ২০২৫ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। রাত ৯টা ৫৮ মিনিটে শুরু হয়ে পরের দিন ভোররাত ১টা ২৬ মিনিটে শেষ হবে। কলকাতা-সহ বাংলাও লাল চাঁদ দেখবে ১ ঘণ্টা ২২ মিনিট ধরে।


ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে। এই গ্রহণটি শনির রাশি কুম্ভ এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে ঘটবে। এই সময়ে রাহু এবং চন্দ্র উভয়ই কুম্ভ রাশিতে অবস্থান করায় একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে। আবার কিছু রাশির জন্য জাতিকার জীবনে আসতে চলেছে সুসময়৷ যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান, তাই এর প্রভাব অত্যন্ত তীব্র হবে বলেই মনে করছেন জ্যোতিষীরা। চন্দ্রগ্রহণে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই রাশির জীবন। আপনিও আছেন তালিকায়? জেনে নিন- 


মিথুনঃ চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। লক্ষ্য অর্জনের দিকে আরও এক ধাপ এগোবেন। আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন।


ধনুঃ পুজোর আগে ধনু রাশির সুদিন ফিরবে। কর্মজীবীদের কেরিয়ার নতুন পথে যাত্রা শুরু করবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় বড় কোনও বিনিয়োগ করতে পারেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সমাজে সম্মান বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। নিজের আচরণে সকলের মন জয় করবেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।


মকরঃ ২০২৫ সালের শেষ চন্দ্রগ্রহণ মকর রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। চাকরি-ব্যবসায়ে দুর্দান্ত উন্নতি করতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। গ্রহণের শুভ প্রভাবে আর্থিক অবস্থা বদলাবে। দীর্ঘদিনের সমস্যার সমাধানসূত্র খুঁজে পাবেন। ঋণ শোধ করতে পারবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।