আজকাল ওয়েবডেস্ক: এআই এর জাদুতে ফের একবার মজে নেটিজেনরা। গিবলি স্টাইল ছবিতে ছেয়ে গিয়েছে নেটমাধ্যম। কিন্তু কী এই গিবলি স্টাইল? আসলে এটি জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও গিবলি’-র তৈরি করা চলচ্চিত্রগুলোর মতো দেখতে ছবি তৈরি করার একটি পদ্ধতি। স্টুডিও গিবলি তাদের মনোমুগ্ধকর গল্প, সুন্দর অ্যানিমেশন এবং বিশেষভাবে তৈরি করা দৃশ্যাবলী ও চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘স্পিরিটেড অ্যাওয়ে’ থেকে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’-এর মতো একাধিক বিখ্যাত ছবি তৈরি করেছে এই স্টুডিও। এখন এআই ব্যবহার করেই তৈরি করা যাচ্ছে একই রকমের স্থিরচিত্র।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’-এর ‘ইমেজ জেনারেটর’ ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। ‘ওপেন এআই’-এর জিপিটি-৪ বাজারে এসেছে সম্প্রতি। এই টুল বা সফটওয়্যার ব্যবহার করেই তৈরি করা যাচ্ছে ছবি।
কীভাবে তৈরি করবেন?
বর্তমানে যাঁরা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন। প্রথমে জিপিটি-৪-এ ঢুকে টুলস ব্যবহার করতে হবে। এবার যে ছবিটি গিবলি স্টাইলে রূপান্তরিত করতে চাইছেন সেই ছবিটি আপলোড করতে হবে। তার পর এআই সহকারীকে বলতে হবে সেটিকে গিবলি স্টাইলে রূপান্তরিত করতে। ব্যাস কেল্লাফতে। মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে ছবি। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, অনেকেই ব্যবহার করেছেন এই টুল।
