আজকাল ওয়েবডেস্ক: রবিবার অনেকেই বাড়ির বিভিন্ন কাজে মন দেন। সে ঝুল সাফ করা হোক কিংবা সারা সপ্তাহের জমে থাকা কাপড় পরিষ্কার করাই হোক। কেউ কেউ পরিষ্কার করে ফেলেন বাথরুমও। কিন্তু ঘরদোর সাফ করার মধ্যে এমন একটি কাজ রয়েছে যা বেশ ঝক্কির- বেসিন বা সিঙ্ক সাফাই করা। বিশেষ করে বেসিন বা সিঙ্কের মুখ আটকে গেলে তো কথাই নেই। জল জমে গিয়ে যা তা অবস্থা হয়। তবে আর চিন্তা নেই, ঘরোয়া কিছু কৌশল জানলেই এক লহমায় সাফ হবে বেসিনের নালী।


১. গরম জল আর লিকুইড ডিশ সোপ: প্রথমে, যতটা সম্ভব বেসিনের জমা জল সরিয়ে ফেলুন। এরপর, বেশ খানিকটা লিকুইড ডিশ সোপ সিঙ্কের মুখের চারপাশে ঢেলে দিন। মিনিট দশেক অপেক্ষা করুন। তারপর, একদম ফুটন্ত গরম জল ধীরে ধীরে সিঙ্কের মুখে ঢালতে থাকুন। গরম জল আর সাবান মিলে অনেক সময় জমে থাকা তেল বা ময়লার স্তরকে গলিয়ে দেয়।

২. বেকিং সোডা আর ভিনিগার: এটা বেশ সহজ আর কার্যকর একটা পদ্ধতি। প্রথমে, প্রায় এক কাপ বেকিং সোডা সিঙ্কের মুখের মধ্যে ঢেলে দিন। এরপরে, ধীরে ধীরে এক কাপ ভিনিগার ঢালুন। দেখবেন, বুদবুদ উঠতে শুরু করবে। এই বুদবুদ আসলে নোংরা আর ফ্যাটের স্তরকে আলগা করে দেয়। প্রায় আধঘণ্টা এভাবে রেখে দিন। তারপর, গরম জল ঢেলে মুখটা পরিষ্কার করে নিন।

৩. প্লাঞ্জার ব্যবহার: যদি ওপরের পদ্ধতিগুলি খুব একটা কাজে না দেয়, তাহলে প্লাঞ্জার ব্যবহার করে দেখতে পারেন। বেসিনের মুখে প্লাঞ্জারটা ভাল করে বসান, যাতে কোনও ফাঁক না থাকে। এরপর, কয়েকবার ওপর-নীচ করে চাপ দিন। এটা পাইপের মধ্যে একটা বায়ুর চাপ তৈরি করে, যা আটকে থাকা জিনিসকে বার করে দিতে সাহায্য করে। খেয়াল রাখবেন, প্লাঞ্জার ব্যবহারের সময় বেসিনে যেন কিছুটা জল থাকে।