দেবগুরু বৃহস্পতির অবস্থানের দিক থেকে ২০২৬ সাল অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ সাধারণত বছরে একবার গোচর করা বৃহস্পতি গ্রহ ২০২৬ সালে মোট তিনবার গোচর করবে। বছরের শুরুতে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। এরপর ২ জুন মিথুন রাশি ত্যাগ করে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। তারপর ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে।

 

 

বৃহস্পতির কর্কট রাশিতে গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ

 

বৃহস্পতির তিনটি রাশিতে অবস্থানই গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে ২০২৬ সালের জুন মাসে বৃহস্পতি যখন নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে, তখন এই সময়টি ৪ রাশির জন্য বিশেষভাবে শুভ হবে। কারণ বৃহস্পতির কর্কট রাশিতে গোচরের ফলে একটি শক্তিশালী বিপরীত রাজযোগ গঠিত হবে।

 

 

কর্কট রাশি

 

বৃহস্পতির বন্ধু গ্রহ চন্দ্রের রাশি কর্কটে বৃহস্পতির প্রবেশ এই রাশির জাতকদের সর্বাধিক লাভ দেবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবনে বড় সাফল্য ও হঠাৎ উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় দারুণ মুনাফা হতে পারে। দাম্পত্য জীবনে সুখ আসবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতকদের জন্য এই সময় উচ্চ পদ লাভের যোগ তৈরি করবে।

 

 

বৃশ্চিক রাশি

 

বৃশ্চিক রাশির জাতকদের জন্যও বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। তীর্থযাত্রার যোগ রয়েছে। ব্যক্তিত্বে নতুন জৌলুস আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে। সন্তান-সুখ লাভ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে ভালবাসা ও সমর্থন পাবেন। কর্মজীবনের ক্ষেত্রেও এই সময়টি অনুকূল।

 

 

মকর রাশি

 

মকর রাশির জাতকদের বিয়ের যোগ তৈরি হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে এবং নতুন নতুন উৎস থেকে অর্থ আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। বলা যায়, জীবনের প্রায় সব ক্ষেত্রেই এই বছর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

 

 

মীন রাশি

 

মীন রাশির উপর সাড়ে সাতির প্রভাব থাকলেও রাশির অধিপতি বৃহস্পতি সদয় থাকবে। জীবনে সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। অবিবাহিতরা উপযুক্ত সঙ্গী পেতে পারেন। শিক্ষা, বিদেশযাত্রা ও কর্মজীবনে শুভ ফল মিলবে। আর্থিক লাভ হবে এবং স্বাস্থ্যের উন্নতিও লক্ষ্য করা যাবে।

 

 

২০২৬ সালে বৃহস্পতির একাধিক গোচর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নির্দেশ করছে। বিশেষ করে কর্কট রাশিতে বৃহস্পতির উচ্চ অবস্থান জীবনে স্থিতি ও অগ্রগতির ইঙ্গিত বহন করে। এই সময়ে বহু মানুষের জীবনে আটকে থাকা বিষয়গুলো ধীরে ধীরে এগোতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ভাবনা তৈরি হবে। সঠিক সিদ্ধান্ত, ধৈর্য ও নিজের দক্ষতার সদ্ব্যবহার করতে পারলে এই সময়ের শুভ প্রভাব বাস্তব সাফল্যে পরিণত হতে পারে।