আজকাল ওয়েবডেস্ক: জাপানি প্রযুক্তি সংস্থা Science Inc. আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে ভবিষ্যতের এক অভিনব প্রযুক্তি—“Mirai Human Washing Machine”। ২০২৫ ওসাকা ওয়ার্ল্ড এক্সপোতে প্রথম প্রদর্শনের পরই মেশিনটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এবার সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়ে জাপানের সাধারণ ক্রেতাদের জন্য সীমিতভাবে উন্মুক্ত করা হয়েছে এই মানব ধোয়ার স্বয়ংক্রিয় ক্যাপসুল।
এই উচ্চ-প্রযুক্তির পডটি দেখতে অনেকটা বিলাসবহুল স্পা চেম্বারের মতো। ব্যবহারকারী পডের ভেতরে শুয়ে আরামদায়ক অবস্থানে রিল্যাক্স করে থাকেন। এরপর পডের দরজা বন্ধ হলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে পুরো শরীরকে পরিষ্কার করার কাজ শুরু করে। এতে ব্যবহৃত হয় বিশেষ মাইক্রোবাবল প্রযুক্তি, যা এতটাই ক্ষুদ্র বুদবুদের ব্যবহার করে যে তা ত্বকের গভীর রন্ধ্রে প্রবেশ করে তেল, ময়লা ও মৃত চামড়া দূর করতে সক্ষম।
শুধু পরিষ্কার করাই নয়—এই যন্ত্র ব্যবহারকারীর শরীর শুকিয়ে ফেলতে পারে এবং পুরো সময়েই বাজে আরামদায়ক মিউজিক। কোম্পানির মুখপাত্র সাচিকো মায়েকুরার ভাষায়, “এই মেশিন শুধু শরীরই নয়, আত্মাকেও পরিষ্কার করে।”
পডের ভেতরে রাখা উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহারকারীর শরীরের গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণ করে, যাতে শারীরিক অস্বস্তি, মাথা ঘোরা, আতঙ্ক কিংবা অন্য কোনও স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় ১৫ মিনিট এবং ব্যবহারকারীকে কোনও কিছুই করতে হয় না।
যন্ত্রটির আকারও যথেষ্ট বড়—২.৫ মিটার লম্বা, ১ মিটার চওড়া এবং ২.৬ মিটার উচ্চতা, যা প্রায় সব ধরনের ব্যবহারকারীর জন্য যথেষ্ট প্রশস্ত। প্রযুক্তিটি নতুন নয়—১৯৭০ সালের ওসাকা এক্সপোতে সানিও ইলেকট্রিক (বর্তমানে প্যানাসনিক হোল্ডিংস) প্রথম এমন একটি ধারণা প্রদর্শন করেছিল। Science-এর চেয়ারম্যান ইয়াসুয়াকি আওয়ামা তখন শিশু ছিলেন এবং সেই স্মৃতি থেকেই তিনি আধুনিক প্রযুক্তিতে ধারণাটিকে পুনর্জীবিত করতে উৎসাহী হন।
তবে এই ভবিষ্যৎ প্রযুক্তির সবচেয়ে বড় বাধা হল এর দাম। বাজারে মেশিনটির আনুমানিক মূল্য ৬ কোটি ইয়েন, অর্থাৎ প্রায় ৩৮.৫ লাখ মার্কিন ডলার। ফলে এটি আপাতত সাধারণ পরিবারের জন্য নয়, বরং বিলাসবহুল স্পা, রিসোর্ট, পাঁচতারা হোটেল এবং থিম পার্কে ব্যবহারের জন্য তৈরি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুরুতে সীমিতভাবে ৪০ থেকে ৫০টি ইউনিট উৎপাদন করা হবে, যার বেশিরভাগই ইতিমধ্যে আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত।
দাম যতই বেশি হোক, প্রযুক্তিবিশ্বে এই মেশিনকে ভবিষ্যতের স্বয়ংক্রিয় elderly care system বা বয়স্কদের স্বয়ংক্রিয় সহায়তা প্রযুক্তির একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। জাপানে দ্রুত বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ায়, ভবিষ্যতে স্বয়ংক্রিয় সেবা-রোবট ও প্রযুক্তির চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিটি আরও পরিপূর্ণ ও গণউৎপাদনের উপযোগী হলে ভবিষ্যতে কম দামের গৃহস্থালি সংস্করণও বাজারে আনতে পারে।
প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ভবিষ্যৎ নিয়ে যেভাবে বিশ্ব এগোচ্ছে, তাতে Mirai Human Washing Machine হয়তো একটি নতুন যুগের সূচনা — যেখানে মানুষ শুধু যন্ত্র দ্বারা পরিষ্কারই নয়, যত্নও পাবে।
