প্রয়াত হলেন ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি। ৯১ বছর বয়সে বৃহস্পতিবার মিলানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, কিংবদন্তির মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

 

 

জর্জিও আরমানির জন্ম ১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেঞ্জায়। চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলেও শিগগিরই পেশা বদলে ফ্যাশন জগতে আসেন। জীবনের শুরুতে তিনি একটি দোকানে উইন্ডো ড্রেসার হিসেবে কাজ করেন। পরে অভিজ্ঞতা সঞ্চয় করে ১৯৭৫ সালে বন্ধু সের্জিও গালিওটির সঙ্গে গড়ে তোলেন আরমানি ব্র্যান্ড।

 


মাত্র কয়েক বছরের মধ্যেই আরমানি হয়ে ওঠেন আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম মুখ। পুরুষদের স্যুট, নারীদের জন্য রকমারি পোশাক, কাপড়ের রঙ ও নিখুঁত কাট—এসব দিয়েই তিনি তৈরি করেন নতুন ধারা। তাঁর ডিজাইনকে এক কথায় অনবদ্য বলা হয় । ১৯৮০ সালে রিচার্ড গেয়ার অভিনীত আমেরিকান গিগোলো ছবিতে আরমানির পোশাক ব্যবহারের পর থেকেই বিশ্বজুড়ে তাঁর ব্র্যান্ডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

 


আরমানির ব্যবসায়িক সাম্রাজ্য শুধু পোশাকে সীমাবদ্ধ ছিল না। সুগন্ধি, কসমেটিক্স, ঘড়ি, অভ্যন্তরীণ সাজসজ্জা থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁ—সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। বর্তমানে আর্মানি গ্রুপের বার্ষিক আয় কয়েক বিলিয়ন ইউরো। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার। ইতালিতে তাঁকে শ্রদ্ধা ডাকা হত 'কিং জর্জিও বলা হত। 

 

আরও পড়ুন: বিচ্ছেদের পথে হাঁটছেন মোনালি ঠাকুর! গায়িকার আট বছরের দাম্পত্যে কেন ভাঙন ধরল? 

 

দীর্ঘ কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আরমানি নিজের ব্র্যান্ডের পরিকল্পনা ও নকশায় যুক্ত ছিলেন। তবে চলতি বছরের জুনে তিনি প্রথমবার মিলান ফ্যাশন উইকে অনুপস্থিত ছিলেন। মৃত্যুর আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন—জীবনের একমাত্র আক্ষেপ হল কাজের ভিড়ে পরিবার ও বন্ধুদের জন্য যথেষ্ট সময় না দিতে পারা।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)