আজকাল ওয়েবডেস্ক: দামি, আরামদায়ক অন্তর্বাসের প্রতি অনেক মেয়েদের থাকে অমোঘ আকর্ষণ। এমনকী রাতে অন্তর্বাস পরে ঘুমিয়ে পড়তেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আবার যতই ব্রা পরে স্বাচ্ছন্দ্য থাকুক, কতক্ষণে বাড়িতে এসে খুলে ফেলা যায়, তার জন্যই অপেক্ষায় থাকে অনেক মহিলারা। আসলে রাতে ব্রা পরা নিয়ে ভিন্ন মত রয়েছে। শোনা যায়, প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো নাকি বিশ্বাস করতেন, রাতে অন্তর্বাস পরে ঘুমালে স্তনের সৌন্দর্য অক্ষুন্ন থাকে। তাই প্রতি রাতেই ব্রা পরে ঘুমাতেন। কিন্তু অনেকের দাবি, ব্রা পরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন।
যুগ যুগ ধরে মহিলারা স্তনের সৌন্দর্যের জন্য অন্তর্বাস পরেন। কিন্তু ব্রা পরা মোটেও সবসময় আরামদায়ক নয়। এমনকী অনেকের ক্ষেত্রে তা জটিল সমস্যাও তৈরি করতে পারে। ঘুমানোর সময় তো বটেই, দিনের অন্যান্য সময়েও অন্তর্বাস পরা উচিত কিনা তা নিয়ে অনেক মেয়েদের মনেই প্রশ্ন রয়েছে।
আসলে অন্তর্বাস পরার অন্যতম একটি অসুবিধা হল এটি সারাদিন পরে থাকলে অস্বস্তি তৈরি হয়। রাতে ব্রা পরে ঘুমালে ঘুমের ব্যাঘ্যাত ঘটতে পারে, শরীরে দাগ হয়ে যায়, চুলকানির সমস্যা হতে পারে। যদিও ভাল এবং মন্দ, কোনও দাবিরই বিজ্ঞানভিত্তিক কোনও প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মত, রাতে শোওয়ার সময় অন্তর্বাস পরে থাকলে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। কিছু কিছু গবেষণা বলছে, স্তনে ক্যানসার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই অন্তর্বাসহীন হয়ে থাকতে অনেকেই পছন্দ করেন।
তবে কি রাতে অন্তর্বাস পরে ঘুমানো উচিত নয়? এই বিষয়টি একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যাঁদের স্তন ভারী তাঁরা রাতে ব্রা পরে শুলে উপকার পাবেন মনে করা হয়। এতে ঘুমের মধ্যে যেমন পাশ ফিরতে সমস্যা হবে না, তেমনই অযথা বেকায়দায় শোয়ার ফলে স্তনে ব্যথাও হবে না।
