আজকাল ওয়েবডেস্কঃ সারাদিন আমরা যত কাজ করি তার প্রায় সব ধকল যায় হাত ও পায়ের ওপর দিয়ে। এছাড়া গরমে ট্যান পড়ার সমস্যা তো রয়েছে। তাই হাত-পায়ের রুক্ষতা ও কালচেভাব দূর করতে সপ্তাহে অন্তত একদিন যত্ন নেওয়া উচিত। পার্লারে না গিয়েও বাড়িতে সহজেই পেডিকিওর, মেনিকিওর করতে পারেন। কীভাবে? রইল টিপস।
কীভাবে মেনিকিওর করবেন
প্রথমে নেলপলিশ তুলে হাত ধুয়ে ফেলুন। এরপর একটি বড় পাত্রে হালকা গরম জল নিন। এবার এতে কিছু শ্যাম্পু এবং এক চিমটি নুন যোগ করে ১০ থেকে ১৫ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এই পদ্ধতি হাত নরম করার পাশাপাশি জমে থাকা ময়লাও দূর করবে। এরপর হাতে স্ক্রাব লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। চাইলে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবও তৈরি করতে পারেন। মৃত ত্বকের কোষ দূর করে নখ ভাল করে শেপ করে নিন। সঙ্গে নখের ভিতরের ময়লাও পরিষ্কার করে নিন। এরপর হাতে ভাল লোশন বা ক্রিম লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। শেষে চাইলে নখে পছন্দের নেলপলিশ লাগাতে পারেন।
কীভাবে পেডিওকিওর করবেন
বাড়িতে পেডিকিউর করার জন্য একটি বড় বাথটাবে শ্যাম্পু, লবণ এবং কয়েক ফোঁটা অ্যান্টিসেপটিক তরল হালকা গরম জলের সঙ্গে মেশান। এই জলে ৫ থেকে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর জল থেকে পা তুলে পিউমিস স্টোন বা ফুট স্ক্রাবার দিয়ে গোড়ালি এবং পায়ের ত্বক পরিষ্কার করুন যাতে মৃত ত্বকের কোষগুলি সরানো যায়, তারপর তোয়ালে দিয়ে পরিষ্কার করুন। এবার পায়ের নখ পরিষ্কার ও কেটে ফাইল করুন। এরপরে জল দিয়ে পা পরিষ্কার করুন। শেষে পায়ে একটি ভাল ফুট ক্রিম বা নারকেল তেল লাগান এবং খুব ভালভাবে ম্যাসাজ করুন।
