ঘর সাজাতে দেওয়াল রং করা বহুদিনের প্রচলিত পদ্ধতি। তবে ইদানীং ইন্টিরিয়র ডিজাইনে নতুন জনপ্রিয়তা পেয়েছে ওয়ালপেপার। ডিজাইন-বিশেষজ্ঞদের মতে, ওয়ালপেপার শুধু রঙের বিকল্প নয়, ঘরের পরিবেশে এনে দিতে পারে আলাদা মাত্রা, কীভাবে রঙের বদলে ওয়ালপেপার ব্যবহার করলে ঘরের সাধারণ চার দেওয়ালও মুহূর্তেই হয়ে উঠতে পারে আকর্ষণীয়, জেনে নিন।
প্যানোরমা ডিজাইন স্টুডিও-র প্রধান ডিজাইনার ডেকর বিশেষজ্ঞ আদিতি তারান বলেন, “ওয়ালপেপার হল একটি স্তর, যা রঙের তুলনায় ঘরকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে। ফুলেল ডিজাইন, জিওমেট্রিক প্যাটার্ন বা টেক্সচার-যাই বেছে নিন, ওয়ালপেপার ঘরকে মুহূর্তে প্রাণবন্ত করে তুলতে পারে।”
কীভাবে কাজ করে ওয়ালপেপার? পদ্ধতিকে সহজভাবে বলা যায়, দেওয়ালে রঙের মতো লাগানো একটি ডেকোরেটিভ লেয়ার। বাজারে এখন বিভিন্ন ধরনের ওয়ালপেপার পাওয়া যায়> ভিনাইল, নন-উভেন, টেক্সচারড, ন্যাচারাল ফাইবার, এমনকী পিল-অ্যান্ড-স্টিক অর্থাৎ আঠা ছাড়াই লাগানোর সুবিধাযুক্ত ওয়ালপেপারও। ডিজাইনারদের মতে, এগুলোর টেক্সচার ও গভীরতা এমন যে একটিমাত্র প্রিন্টই ঘরের চরিত্র পাল্টে দিতে পারে। অধিকাংশ ওয়ালপেপার রোল হিসেবে পাওয়া যায় এবং লাগানোর জন্য বিশেষ আঠা ব্যবহার করতে হয়। অধিকাংশ ডেকর স্টোরই এখন ইনস্টলেশনের সুবিধা দিচ্ছে, ফলে ঝামেলা কমছে অনেকটাই।
কোথায় ওয়ালপেপার ব্যবহার করবেন? বিশেষজ্ঞরা মতে, পুরো ঘরে লাগানোর বদলে একটি অ্যাকসেন্ট ওয়াল দিয়ে শুরু করুন। যেমন- সোফার পেছনের দেওয়াল, বেডের হেডবোর্ড ওয়াল, ডাইনিং এরিয়া, স্টাডি কর্নার বা রিডিং নুক। একটি দেওয়ালে আকর্ষণীয় ডিজাইন ব্যবহার করলে ঘর অতিরিক্ত ঘিঞ্জি লাগে না, বরং দেয়ালের সৌন্দর্য আরও চোখে পড়ে।
সঠিক ওয়ালপেপার বাছার টিপস
ঘরের আকার অনুযায়ী ধরন বাছুন: ছোট ঘরে ছোট প্রিন্ট, বড় ঘরে বড় ডিজাইন বা মিউরাল ভাল মানায়।
আলো বিবেচনায় রাখুন: ঘরে অল্প থাকলে হালকা রং ও রিফ্লেকটিভ ডিজাইন ব্যবহার করুন যাতে ঘর উজ্জ্বল দেখায়।
আসবাবের সঙ্গে সামঞ্জস্য রাখুন: ভারী আসবাবে ভর্তি ঘরে সিম্পল প্রিন্ট, আর মিনিমাল ঘরে বোল্ড ডিজাইন সুন্দর ভারসাম্য তৈরি করে।
দেওয়াল প্রস্তুত করে নিন: মসৃণ ও শুষ্ক দেয়ালে ওয়ালপেপার দীর্ঘদিন থাকে এবং সুন্দর দেখায়।
কেন ওয়ালপেপার বেশি প্রভাব ফেলে? বিশেষজ্ঞের বক্তব্য, রং যেখানে কেবল একটি সলিড শেড দেয়, সেখানে ওয়ালপেপার দেয় টেক্সচার, গভীরতা, ডাইমেনশন, ডিজাইনের বৈচিত্র্য। ফলে একটি ঘর চটজলদি আরও ট্রেন্ডি ও স্টাইলিশ হয়ে ওঠে।
ওয়ালপেপার আজ আর কেবল বিকল্প সাজসজ্জা নয়, বরং আধুনিক ঘরের অন্যতম ডিজাইন অপরিহার্য। সঠিক ডিজাইন বাছলে এবং প্রয়োজন মতো অ্যাকসেন্ট ওয়াল তৈরি করলে, বিনা রঙেই ঘরের চার দেওয়াল আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন হয়ে উঠতে পারে।
