আজকাল ওয়েবডেস্ক: রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকা তুলে ফেলেছে ২২০/৪। এখনই ৫০৫ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। গুয়াহাটি টেস্ট যে ভারতের জেতার আর সম্ভাবনা নেই তা একপ্রকার নিশ্চিত। ড্র হবে কিনা তা ভারতীয় ব্যাটারদের উপর নির্ভর করছে।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান তুলেছিল। ৪৮৯ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। শতরান করেছিলেন সেনুরান মুথুস্বামী। মার্কো জানসেন করেছিলেন ৯৩ রান। জবাবে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ব্যাটের পাশাপাশি বল হাতে ছয় উইকেট নিয়েছিলেন জানসেন। ভারতকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তুলে ফেলল ২৬০/৫। এগিয়ে থাকা ৫৪৮ রানে। ভারতকে জিততে হলে করতে হবে ৫৪৯।
এই রান তুলতে পারবে ভারত? দ্বিতীয় ইনিংসে ভারত কী রণনীতি নেয় সেটাই দেখার। এখান থেকে ড্র হলেও সেটা সম্মানজনক হবে ভারতের জন্য। এই সিরিজ বোধহয় আর বাঁচানো গেল না।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবস করলেন ৯৪। চার উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
এটা ঘটনা স্টাবসের শতরানের জন্য অপেক্ষা করছিলেন বাভুমা। কিন্তু তিনি ৯৪ রানে আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দিলেন প্রোটিয়া অধিনায়ক।
