বেশ কয়েকদিন ধরে চলা নানা বিতর্কের পর আবারও 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য'র চরিত্রে ফিরেছিলেন জিতু কামাল। গত বৃহস্পতিবার টিআরপি বেরনোর পরেই নিজেই সমাজমাধ্যমে এই কথা জানিয়েছিলেন অভিনেতা। ফ্লোরে ফিরেই একেবারে অ্যাকশন অবতারে ধরা দিলেন আর্য সিংহ রায়। গল্পের মোড়ে আর্যকে দেখা যাবে অপর্ণাকে বাঁচাতে মেঘরাজের বিরুদ্ধে লড়তে। 

 


সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, মেঘরাজের গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করছে আর্য। তারপর পিস্তল বের করে মেঘরাজকে নিশানা করে সে। আর্যর সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় কিঙ্করও। অপর্ণাকে খুঁজে পেতে ফের বিপদের মুখে আর্য। কী হবে এবার ধারাবাহিকের আগামী পর্বে? আর্য, অপর্ণাকে খুঁজে পেলে কি এবার নতুন নায়িকাকে এই চরিত্রে দেখা যাবে? 

 


কারণ, ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর্টিস্ট ফোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন অভিনেত্রী। গত রবিবার বেশ কিছু সময় ধরে 'কনফারেন্স কলে' দিতিপ্রিয়ার সঙ্গে মিটিং করেন ফোরামের সদস্যরা। সোমবার সকালে একটি বিশেষ বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানালো আর্টিস্ট ফোরাম। কারণ হিসেবে দিতিপ্রিয়া জানিয়েছেন মানসিক এবং শারীরিক অসুস্থতা। 

 

 

বেশ কয়েকদিন ধরে চলা নানা বিতর্কের পর আবারও 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য'র চরিত্রে ফিরেছিলেন জিতু। গত বৃহস্পতিবার টিআরপি বেরনোর পরেই নিজেই সমাজমাধ্যমে এই কথা জানিয়েছিলেন অভিনেতা। জিতু এ-ও জানান যে, কল টাইম পেয়েছেন। মাঝে মাত্র একদিন কেটেছিল। এর মধ্যেই ধারাবাহিকের শুটিং ফ্লোরের অন্দরে কী এমন ঘটল? যার জেরে আবারও সহ-অভিনেতাকে নিয়ে বেঁকে বসলেন দিতিপ্রিয়া? 

 


জিতু কমল ফিরে আসার পর অনেকেই একটু স্বস্তি পেয়েছিলেন, যদিও ধারাবাহিকে আবার যেদিন কাজ শুরু করেন জিতু, সেদিন লাইভে এসে তিনি জানিয়েছিলেন কীভাবে একসঙ্গে কাজ হবে তা তিনি বুঝতে পারছেন না, বিষয়টা তাঁর কাছে এখনও ধোঁয়াশা। শেষ কয়েকদিন দু'জনে একসঙ্গে শট দেননি জিতু এবং দিতিপ্রিয়া। 

 


এদিকে, আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে, অন্য শিল্পী এবং কলাকুশলীদের স্বার্থে প্রথম দিকে দিতিপ্রিয়াকে দু'মাসের নোটিশ দিয়ে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত জানানো হয়। তবে দিতিপ্রিয়া শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা মাথায় রেখে দু'মাসের পরিবর্তে সেটা ১৫ দিন করা হয়েছে। এবং সেই ১৫ দিন কাজ করার সিদ্ধান্তের সম্মতি জানিয়েছেন দিতিপ্রিয়া। রবিবার এই বিষয়ে মেল আসার কথা থাকলেও তা আসেনি তবে আজ সকালে মেল করে জানিয়েছেন দিতিপ্রিয়া রায়। যেহেতু অসুস্থতার কথা সকলকে জানিয়েছেন দিতিপ্রিয়া তাই এই ক্ষেত্রে অভিনেত্রীকে জোরাজুরি না করার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম। 

 


অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে নতুন অভিনেত্রীকে খোঁজার কাজ চলবে যদিও দিতিপ্রিয়ার জায়গায় শোনা যাচ্ছে , দেখা যেতে পারে অভিনেত্রী প্রত্যুষা পালকে। যদিও অভিনেত্রীর সঙ্গে এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি।