আজকাল ওয়েব ডেস্ক: খাতায় কলমে যদিও বর্ষা বিদায় নিয়েছে। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত দু’তিন দিন ফের বেড়েছে বৃষ্টির প্রকোপ। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। আর চারদিকে জল জমে থাকলেই বাড়ে সাপের উপদ্রব। অনেক সময়ে সাপের গর্তে জল ঢুকে যায়। সেই কারণেই সাপ আরও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য উঠে আসে। এমন পরিস্থিতিতে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, জেনে নিন সেই উপায়।

সাপ তাড়ানোর মোক্ষম অস্ত্র হল কার্বলিক অ্যাসিড। বাড়ির আশপাশে যদি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিতে পারেন, তাহলে সাপের উপগ্রব কমতে পারে। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপ খুব একটা এগোতে পারে না। বাড়ির আশপাশে ছড়িয়ে দিতে পারেন থেঁতো করা রসুন। রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়েও রাখতে পারেন। সেই মিশ্রণও সাপের উপদ্রব কমাতে সাহায্য করবে।

ন্যাপথলিন গুঁড়ো করে দিলেও সাপ দূরে চলে যায়। বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে। গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন আশপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না বলে দাবি বহু বিশেষজ্ঞের।

সাপ দূরে রাখার সবচেয়ে সহজ উপায় হল ঘরের আশপাশ পরিষ্কার রাখা। অপ্রয়োজনীয় জিনিস, টব, ইঁট জমিয়ে রাখবেন না। ইঁটের পাঁজরের মতো স্থানে সাপ আশ্রয় নেয়। অর্থাৎ বৃষ্টি থেকে বেঁচে সাপ আশ্রয় নিতে পারে, এমন কিছু যেন বাড়ির চারপাশে না থাকে।

ঘর লাগোয়া বাগানের আশেপাশে ঝোপঝাড়, বড় ঘাস থাকলে কেটে ফেলুন। গাছের গোড়া, নর্দমার ধার পরিষ্কার রাখুন। যাতায়াতের রাস্তা যেন সবসময়ে পরিচ্ছন্ন থাকে। রাতে বাগান, বাড়ির দরজার সামনে অবশ্যই আলো জ্বালান।

বাড়িতে ইঁদুর থাকলে সাবধান। কারণ সাপের প্রধান খাদ্য ইঁদুর ও ব্যাঙ। ফলে ইঁদুরের লোভে ঘরে সাপ ঢুকতে পারে। সাপ তাড়ানোর আগে ইঁদুর তাড়ানোয় নজর দিন।