আজকাল ওয়েব ডেস্কঃ বহুযুগ ধরে দিদা-ঠাকুমাদের মুখেই 'নজর লাগা' কথাটির সঙ্গে আমরা পরিচিত। বাড়ির কোনও সদস্যের হঠাৎ শরীর খারাপ, কর্মক্ষেত্রে উন্নতির পথে বাধা, কলহ-বিবাদ এসব চলতে থাকলেই মনে পড়ে সেই কথা। বাস্তুশাস্ত্রও বলছে, ঘরে নেতিবাচক শক্তি থাকলে তা পরিবারের সদস্যের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। রোগ, নিরাপত্তাহীনতা, কেরিয়ার ও ব্যবসায় ব্যর্থতা পিছু ছাড়ে না।যখন উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় অসফলতা তখন মানুষ মানসিকভাবেও ভেঙ্গে পরে।সেই অবস্থার জন্য নিজের ভাগ্যকে দোষারোপ না করে নিজের উন্নতির স্বার্থে নিজেকেই পদক্ষেপ নিতে হবে।


বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার সাধের বাসস্থানটিতে কোনও নেগেটিভ এনার্জি কাজ করছে কিনা তা বুঝে নেওয়া জরুরি। যার জন্য বাড়ির ভিতরে সব থেকে ব্যস্ত জায়গায়, বিছানার নীচে বা আপনার বেডরুমে এক গ্লাস জল রাখুন। দু'মুঠো নুন সেই জলে ফেলে দিন। এই অবস্থায় গ্লাসটি সম্পূর্ণ একদিন সেই জায়গায় রেখে দিন।পরের দিন খেয়াল করুন। গ্লাসের জল ঘোলাটে অথবা জলের উপর যদি ফেনা‌ দেখা যায় তবে নিশ্চিতভাবে আপনার বাড়িতে কুনজর বাসা বেঁধেছে।
সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে। তার জন্য আপনাকেও কয়েকটি পদক্ষেপ মেনে চলতে হবে। 

১. বাড়ির মধ্যে টবে ছোট ছোট গাছ লাগাতে পারেন। এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
২. জলে লেবুর রস, নুন, সাদা ভিনিগার মিশিয়ে নিন। তারপর তা দিয়ে দরজা ও জানলা ভাল করে মুছে নিন। পাপোশের নিচে সন্ধক নুন দিয়ে দরজার সামনে রেখে দিন। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকে।
৩. বাড়িতে পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন। ছেঁড়া জামাকাপড় বা জুতো পরবেন না। ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি বা যন্ত্র বাড়ির বাইরে রাখুন।
৪. ঘর মোছার সময় তাতে সামান্য নুন মিশিয়ে নিতে পারেন। এতেও ভাল ফল পাওয়া যায়।

ভাল ধূপের গন্ধও বাড়িতে পজিটিভ এনার্জি বয়ে আনতে পারে। প্রয়োজন মতো বিশেষজ্ঞের পরামর্শ নিন।