আজকাল ওয়েবডেস্ক: আজকাল চুল পড়ার সমস্যায় নাজেহাল কম-বেশি সকলেই। মানসিক চাপ, খাওয়াদাওয়ার অনিয়ম, রাসায়নিকের ব্যবহার ও দূষণের বাড়বাড়ন্তের জেরে কম বয়সেই চুলের বারোটা বাজচ্ছে। বিশেষ করে শ্যাম্পু করার সময়ে অনেকেরই মুঠো মুঠো চুল ওঠে। এমনকী নামীদামি প্রসাধনী ব্যবহার করেও তেমন লাভ হয় না। আসলে চুল ধোয়ার কয়েকটি ভুলের কারণে সব চেষ্টাই বৃথা হতে পারে, অকালে পড়তে পারে টাক। তাহলে শ্যাম্পু করার সময়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, জেনে নিন-
১. বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য স্ক্যাল্পের খেয়াল রাখা জরুরি। তাই শ্যাম্পু কেনার আগে তার উপকরণ ভাল করে পড়ে নিন। অর্থাৎ অন্য কারওর চুলে কোনও নির্দিষ্ট শ্যাম্পু ভাল কাজ করলে আপনারও করবে, এমনটা কিন্তু নয়। নিজের চুলের ধরন, চুলের সমস্যা ইত্যাদি ভেবেই শ্যাম্পু কিনুন।
২. অনেক বাজারচলতি শ্যাম্পুর মধ্যে ক্ষতিকারক রাসায়নিক থাকে। যা চুলের ক্ষতি করে। তাই চুলে বিশেষ সমস্যা থাকলে হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
৩. শ্যাম্পু করার পরে স্ক্যাল্পে কখনওই কন্ডিশনার ব্যবহার করবেন না। কন্ডিশনার মূলত ভারী তেল সিলিকন দিয়ে তৈরি হয়। যা স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের সঙ্গে বিপরীত ক্রিয়া করে। তাই শুধু চুলের আগায় কন্ডিশনার লাগান।
৪. চুলের স্বাস্থ্যের জন্য স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি। অনেক দিন অন্তর শ্যাম্পু করলে চুল পড়ার আশঙ্কা বেড়ে যায়। সপ্তাহে অন্তত ২-৩ দিন শ্যাম্পু করার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনার স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে একদিন অন্তর শ্যাম্পু করুন।
৫. খুশকি থাকলে চুল পড়ার সমস্যা বাড়ে। সেক্ষেত্রে খুশকির জন্য নির্দিষ্ট ধরনের শ্যাম্পু ব্যবহার করুন। চুলের বিশেষ কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
