আজকাল ওয়েবডেস্ক: যে কোনও বয়সেই চুলের বড় সমস্যা খুশকি। অনেকে প্রায় সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন। যা চুল পড়া থেকে শুরু করে সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। গরমেও এই সমস্যা বাড়তে দেখা যায়। আসলে গ্রীষ্মকালে ত্বকের মতো মাথাও ঘামে। মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে পড়ে এবং ঘাম, ধুলোবালি জমে খুশকির সমস্যা আরও বাড়িয়ে দেয়। নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেও মেলে না সমস্যার সমাধান। সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মানলেই উপকার পাবেন। 

* নিয়মিত চুল পরিষ্কার খুবই জরুরি। সপ্তাহে অন্তত একদিন অন্তর চুলের ধরন অনুযায়ী হালকা শ্যাম্পু ব্যবহার করুন। মাথায় খুব বেশি গরম জল এড়িয়ে চলুন। কারণ এটি মাথার ত্বককে আরও শুষ্ক করে দিতে পারে।
* সঠিক শ্যাম্পু বাছাই করুন। খুশকি নিয়ন্ত্রণের জন্য অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা ভাল। তবে সব অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু সবার জন্য উপযুক্ত নয়। স্যালিসাইলিক অ্যাসিড, কিটোকোনাজল বা জিঙ্ক পাইরিথিওন যুক্ত শ্যাম্পু খুশকি কমাতে সাহায্য করে। আপনার স্ক্যাল্পের জন্য কোনটি উপযুক্ত, তা বুঝে কিনুন।
* গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক। তবে খুশকি প্রতিরোধ করতে হলে মাথায় ঘাম জমতে দেবেন না। ব্যায়াম বা অন্য কোনও শারীরিক কার্যকলাপের পর দ্রুত চুল ধুয়ে ফেলুন। মাথায় ঘাম জমলে তা খুশকির সমস্যা আরও বাড়িয়ে দেয়।
* চুল ভাল রাখতে সুষম খাওয়াদাওয়া করুন। পর্যাপ্ত জল খান। ডায়েটে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার রাখুন। বিশেষ করে ভিটামিন বি, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং খুশকির সমস্যা কমাতে পারে। 
* সরাসরি সূর্যের আলো মাথার ত্বকের ক্ষতি করতে পারে এবং খুশকির সমস্যা বাড়াতে পারে। তাই বাইরে বেরোনোর সময় টুপি বা স্কার্ফ ব্যবহার করে চুল ঢেকে রাখুন।