আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হোক বা পার্টি, মহিলাদের সাজের অন্যতম অঙ্গ লিপস্টিক। চোখের মতো ঠোঁটের মেকআপও সাজ অনেকটা বদলে দিতে পারে। লিপস্টিকের প্রতিটি শেড আলাদা লুক দেয়। কিন্তু ঠোঁট ফাটা থাকলে লিপস্টিক লাগালে সবই সাজই মাটি। বিশেষ করে শীতকালে ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। অনেকেই ফাটা ঠোঁট লিপস্টিকের মাধ্যমে ঢাকার চেষ্টা করেন। কিন্তু তাতে কিছুক্ষণ পরেই ফের লিপস্টিক উঠে গিয়ে ফাটা ঠোঁট বেরিয়ে পড়ে। যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলে দেয়। তবে কয়েকটি নিয়ম মেনে চললে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

ঠোঁট শুকনো থাকলে লিপস্টিক বেশিক্ষণ ঠোঁটে থাকে না। আসলে ঠোঁট আর্দ্রতা হারালে লিপস্টিক দ্রুত উঠে যায়। তাই শীতে লিপস্টিক লাগানোর আগে লিপ বাম ব্যবহার করুন।

লিপস্টিকে সিলিকন আছে কিনা কেনার সময় দেখে নিন। আর বেশ গাঢ় করে ওই লিপস্টিক পরুন। এতেও খানিকটা উপকার পাবেন।

লিপস্টিকের রং ধরে রাখতে প্রাইমার লাগাতে পারেন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। সহজে লিপস্টিকের রং উঠে যাবে না।

ঠোঁটে নিয়মিত স্ক্রাব করুন। বাড়িতে নারকেল তেল, ব্রাউন সুগার কিংবা কফি এবং মধু মিশিয়ে সেই স্ক্রাব তৈরি করতে পারেন। সপ্তাহে দু’ থেকে তিন বার স্ক্রাব করলে উপকার পাবেন।