আজকাল ওয়েবডেস্কঃ পার্টি বা রোজকার অফিস, আজকাল সাজগোজ পছন্দ করেন কম-বেশি সব মেয়েরাই। চড়া মেকআপ হোক কিংবা ‘নো মেকআপ’ লুক, সবেতেই একটা জিনিসের ছোঁয়া চাই-ই-চাই। যা হল ব্লাশ। মেকআপের এই প্রিয় জিনিস ছাড়া যেন সাজ সম্পূর্ণ হয় না। আসলে রূপটান হালকা হলেও গালে, নাকে একটু গোলাপি আভ সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করে। সাধারণত লাল ও গোলাপি রঙের উপরে ব্লাশ মেলে। তবে ইদানীং বাদামি ও কমলা রঙের ব্লাশের ব্যবহারও বেড়েছে। আর এই নানা রঙের ব্লাশই বাড়িতে প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারেন। এতে যেমন সৌন্দর্য বজায় থাকবে, তেমনই এড়াতে পারবেন অ্যালার্জি, ব়্যাশের মতো ত্বকের নানা সমস্যা। 

বিটের জেল ব্লাশঃ সামান্য উপকরণ দিয়ে বাড়িতে সহজেই গোলাপি রঙের বিটের জেল ব্লাশ বানিয়ে নিতে পারেন। যার জন্য শুধু লাগবে ১/৪ কাপ অ্যারোরুট পাউডার, ১/৪ চা চামচ বিটরুট পাউডার, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ২ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল। 

প্রথমে একটা পাত্রে অ্যারোরুট ও বিটরুট পাউডার ভাল করে মিশিয়ে নিন। এরপর তাতে দিন অ্যালোভেরা জেল ও রোজ এসেনশিয়াল অয়েল। যতক্ষণ না মনের মতো রং না আসে বিটরুট পাউডার দিয়ে নাড়তে থাকুন। তবে যেন দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। খানিকক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে ক্রিমি পিঙ্ক ব্লাশ। একটি এয়ার টাইট পাত্রে রেখে যখন-তখন গালে লাগিয়ে নিতে পারেন। 

মিষ্টি আলুর পিচ ক্রিম ব্লাশঃ রাঙা আলুর মতো রঙে গাল রাঙাতে প্রয়োজন ১ চামচ শিয়া বাটার, অর্ধেক চা চামচ বিসওয়াক্স পেলেটস, আধা চা চামচ দারচিনির গুঁড়ো, ১ চা চামচ রাঙা আলুর পাউডার, কয়েক ফোঁটা রোজমেরি অয়েল, ডবল বয়লার। 

ডাবল বয়লার পাত্রে প্রথমে শিয়া বাটার ও বিসওয়াক্স পেলেট দিয়ে গরম করতে থাকুন। যতক্ষণ না সবকিছু গলে যায় ততক্ষণ হালকা আঁচে উপকরণগুলি নাড়তে থাকুন। এবার আঁচ থেকে পাত্র সরিয়ে তাতে দারচিনি গুঁড়ো ও রাঙা আলুর পাউডার দিন। ভাল করে করে মিশিয়ে নিয়ে একটা কাচের পাত্রে ঢেলে রাখুন। এই ব্লাশ রেফ্রিজারেটরে রাখতে ভুলবেন না। মেকআপের সময়ে হালকা হাতে গালে বুলিয়ে নিন।