আজকাল ওয়েবডেস্ক: এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তাতেই মাথায় হাত মধ্যবিত্তের। এমনিতেই বাজার আগুন, তার উপর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি মানে সংসারের খরচ কয়েকগুণ বেড়ে যাওয়া। কিন্তু সাধারণ মানুষের পক্ষে কীই বা করা সম্ভব। বরং চেষ্টা করে দেখা যায় যে কীভাবে ব্যবহার করলে রান্নার গ্যাসের খরচ কিছুটা হলেও কমানো যায়।
১. খাবার রান্নার সময় ঢাকনা ব্যবহার করুন: যখন আপনি কোনও খাবার রান্না করছেন, তখন পাত্রের উপর ঢাকনা দিয়ে দিন। ঢাকনা ব্যবহার করলে ভেতরের তাপ বাইরে বেরতে পারে না, ফলে খাবার দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাসের ব্যবহার কমে।
২. ডাল ও শস্য ভিজিয়ে রাখুন: ডাল এবং শস্য রান্নার আগে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলে তা নরম হয়ে যায়। এর ফলে রান্নার সময় কম লাগে এবং গ্যাসের সাশ্রয় হয়। বিশেষ করে শুকনো ডাল ও মটরশুঁটি রান্নার আগে ভিজিয়ে রাখাটা খুব জরুরি।
৩. একসঙ্গে একাধিক খাবার রান্না করার চেষ্টা করুন: যদি সম্ভব হয়, একই সময়ে একাধিক খাবার রান্না করার চেষ্টা করুন। যেমন, একটি বার্নারে তরকারি এবং অন্যটিতে ভাত বা রুটি তৈরি করা যেতে পারে। মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে গ্যাসের ব্যবহার কমানো সম্ভব।
৪. সঠিক আকারের বার্নার ব্যবহার করুন: আপনার রান্নার পাত্রের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্নার ব্যবহার করুন। ছোট পাত্রের জন্য বড় বার্নার ব্যবহার করলে গ্যাসের অপচয় হয়। তাই পাত্রের আকারের সঙ্গে মানানসই বার্নার ব্যবহার করে গ্যাসের খরচ কমানো যায়।
৫. বার্নার পরিষ্কার রাখুন: নিয়মিত আপনার গ্যাসের বার্নার পরিষ্কার করুন। বার্নারের ছিদ্রগুলোতে ময়লা জমলে আগুনের শিখা সঠিকভাবে বার হতে পারে না, ফলে রান্না করতে বেশি সময় লাগে এবং গ্যাসও বেশি খরচ হয়। বার্নার পরিষ্কার রাখলে গ্যাসের কার্যকারিতা বাড়ে।
