আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে শরীর ভাল রাখতে নানান রকম উদ্ভাবনী পদ্ধতির আগমন ঘটে। কিন্তু কখনও কখনও প্রাচীন কিছু পদ্ধতিতেও মিলতে পারে এমন সব উপকার যা আধুনিক থেরাপিতে দুর্লভ। তেমনই একটি পদ্ধতি এপসম সল্ট থেরাপি। এই থেরাপিতে সপ্তাহে অন্তত একবার ২০ মিনিটের জন্য গরম জলে এপসম লবণ মিশিয়ে তাতে শরীর ডুবিয়ে রাখতে হয়। বর্তমানে লবণ জলে ১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, আধ কাপ বেকিং সোডা মিশিয়ে নেওয়া হয়। দেখে নিন এই দ্রবণে ডুব দিলে কী কী উপকার মিলতে পারে-
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি

পেশীর আরাম ও মানসিক চাপ উপশম: এপসম লবণ মেশানো জলে স্নান পেশীর টান কমাতে এবং শরীর ও মনকে স্বস্তি দিতে পারে।

মানসিক চাপ হ্রাস: ল্যাভেন্ডার তেল প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। গবেষণায় দেখা গেছে যে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের ঘ্রাণ মানসিক চাপের মাত্রা কমাতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে।

ঘুমের উন্নতি: স্নানের জলে ল্যাভেন্ডার ব্যবহার ঘুমের গুণমান উন্নত করে। পাশাপাশি এটি শিশুদের কান্না কমাতেও সহায়ক বলে মনে করা হয়।

পিএইচ স্তরের ভারসাম্য: স্নানের জলে বেকিং সোডা মেশালে তা জলের পিএইচ মাত্রা কিছুটা বাড়িয়ে দিতে পারে, যা ত্বকের অম্ল অবস্থাকে স্বাভাবিক করতে সাহায্য করে। এটি ত্বকের কিছু বিশেষ সমস্যার জন্য বিশেষ ভাবে উপকারী।

ত্বকের আরাম: বেকিং সোডা মেশানো জলে স্নান প্রায়শই চুলকানি এবং ত্বকের জ্বালাপোড়া উপশম করতে ব্যবহৃত হয়।