পাকা চুল তুললে আরও পাকে, বহু যুগ ধরে এই ধারণাই যেন অটল। ঠিক একটি সাদা চুল টেনে তুললেই মাথায় হঠাৎ করে সাদা চুলের ঝড় নেমে আসে! এমন বিশ্বাস অনেকের মনেই গেঁথে আছে। কিন্তু সত্যি কি তাই? এই ধারণা কতটা ঠিক? বিশেষজ্ঞদের মতে, এই ধারনা পুরোপুরি ঠিক নয় এবং বিজ্ঞানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

চর্মরোগ বিশেষজ্ঞরা মনে করেন, একটি পাকা চুল টেনে তুললেই তার পাশের চুল পেকে যাবে, এটি একেবারেই ভুল ধারণা। কারণ মানুষের মাথায় প্রতিটি চুল একটি আলাদা ফলিকল বা মূল থেকে জন্মায়। এক ফলিকল কখনও একাধিক চুল তৈরি করে না। তাই একটি পাকা চুল টেনে তুললেও পাশের ফলিকল নিজের মতো করেই চুল তৈরি করবে, তার রং বদলানোর প্রশ্নই নেই।

তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পাকা চুল তোলার অভ্যাস চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বার বার একই জায়গা থেকে চুল টানতে টানতে ফলিকল দুর্বল হয়ে যেতে পারে। চুলের গোড়ায় ‘ট্রমা’ তৈরি হয়, যা সেখানে ইনফেকশন, লালচেভাব বা দাগ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদে সেই নির্দিষ্ট ফলিকলে চুল গজানোও বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ মাথায় পাতলা জায়গা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

তাহলে চুল পাকে কেন? বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়া, জিনগত প্রবণতা, স্ট্রেস, পুষ্টিহীনতা, ভিটামিন বি১২ ঘাটতি, অতিরিক্ত ধূমপান—এগুলোই চুলে থাকা মেলানিন নামের রঞ্জকের মাত্রা কমিয়ে দেয়। মেলানিন যত কম হবে, চুল ততই ধূসর দেখাবে। তাই একটি চুল টেনে ফেলার সঙ্গে চুল পাকার কোনও সম্পর্ক নেই।

চিকিৎসকদের পরামর্শ, যদি সাদা চুল আপনাকে বিরক্ত করে, তবে তা টেনে তোলার বদলে ছেঁটে ফেলা অনেক বেশি নিরাপদ। ইচ্ছে হলে হেয়ার ডাই বা রুট-টাচ আপের সাহায্য নিতে পারেন। আর যারা প্রাকৃতিকভাবেই সাদা চুল রাখতে চান, তাদের জন্যও এখন ফ্যাশন দুনিয়ায় ‘গ্রে-গ্ল্যাম’ ট্রেন্ড দারুণ জনপ্রিয়।তাই বহুদিনের সেই প্রচলিত ধারণাকে ভুলে যাওয়ার সময় এসেছে। একটি পাকা চুল তুললে মাথা ভর্তি পাকা চুল গজায় না। এটি শুধু ধারণা, সত্য নয়। বরং অকারণে চুল টেনে ভেঙে নিজের চুলেরই ক্ষতি ডেকে আনবেন। তাই সতর্ক হন, চুল ভাল রাখুন, আর পাকা চুল নিয়ে অযথা আতঙ্কে না ভুগেই স্টাইলিশভাবে বাঁচুন।