আজকাল ওয়েবডেস্কঃ টাকার লেনদেনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়, তা হল ব্যাঙ্ক চেক। আসলে চেকে টাকা লেনদেন করলে দাতা ও প্রাপক, দু’জনের কাছেই লেনদেনের প্রমাণ থাকে। এছাড়া আপনার লেনদেনের যাবতীয় তথ্য আয়কর দফতর এবং সরকারের কাছেও থাকে। কিন্তু জানেন কি চেক লেখার সময় সমান্য ভুল করলেই বড় ক্ষতি হতে পারে? মুহূর্তে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্যে পৌঁছে যেতে পারে! চেক লেখার সময়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, জেনে নিন- 

* স্পষ্টভাবে পূরণঃ আপনি যে পরিমাণ অর্থ দিতে চান তার সংখ্যা এবং শব্দ দুটোই ফরম্যাটে লিখতে ভুলবেন না। এটি খালি রাখলে বা আংশিকভাবে পূরণ করলে প্রতারকরা পরিমাণ পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবে। 

* সাদা চেকে স্বাক্ষর নয়ঃ কখনওই সাদা চেকে সই করবেন না। যাকে চেক দিচ্ছেন তাঁর নাম ভালভাবে যাচাই করুন। সেখানে অবশ্যই টাকার সংখ্যা ও তারিখ লিখে দিন। সব সময় একটাই পেন দিয়েই চেকে যা লেখার লিখুন। পেনের কালি যেন আলাদা না হয়।

* সমস্ত বিবরণ পূরণ করার পরেই স্বাক্ষরঃ চেকে স্বাক্ষর করার আগে সবসময় সমস্ত বিবরণ পূরণ করুন। যেমন প্রাপকের নাম, পরিমাণ (শব্দ ও সংখ্যায়) এবং তারিখ দিতে ভুলবেন না। স্বাক্ষরিত খালি বা অসম্পূর্ণ চেক অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

* তারিখ সঠিকভাবে উল্লেখঃ চেকের উপরে সবসময়ে সঠিক তারিখ উল্লেখ করুন। পরিস্থিতির উপর নির্ভর করে তারিখবিহীন বা পোস্টডেট চেকের অপব্যবহার হতে পারে।

* ইস্যু করা চেকের রেকর্ড রাখুনঃ আপনার ইস্যু করা সমস্ত চেকের একটি রেকর্ড রাখুন। নিরাপত্তার এবং পেমেন্ট ট্র্যাক করার জন্য চেক নম্বর, তারিখ, পরিমাণ এবং কাকে দিচ্ছেন লিখে রাখুন