বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন আজ মঙ্গলের গোচরে চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
আজ ২৭ অক্টোবর পঞ্চমী। দেবী দুর্গার বোধনের আগে গ্রহের অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ফলে রুচক রাজযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুচক রাজযোগের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাঁচ রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
কর্কট: রুচক রাজযোগ কর্কট রাশির জাতকদের জীবনে শুভ সময় নিয়ে আসবে৷ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির সুযোগ পাবেন।কর্মজীবনে সাফল্য আসবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে।পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

সিংহ: মঙ্গলের গোচর সিংহ রাশির জন্য লাভজনক হবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। নিজের কাজ ও আচরণ দিয়ে সকলের মন জয় করবেন। সমাজে সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার হতে পারে৷ সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
বৃশ্চিক: রুচক রাজযোগ বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সুদিন নিয়ে আসবে।আত্মবিশ্বাস ব্যাপকভাবে বাড়বে যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির রাস্তা পাকা করবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে। কোনও আইনি বিষয়ে জড়িয়ে থাকলে স্বস্তি পেতে পারেন। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।
মকর: পুজোয় রুচক রাজযোগের প্রভাবে মকর রাশির ভাল সময় কাটবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা তাদের যোগ্যতা এবং প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ চাকরি খুঁজে পেতে পারেন। চাকরি বদলেরও সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহায়তা পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন৷ কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে।
