আজকাল ওয়েবডেস্ক: আজ রথযাত্রা। এমনিতেই বিশ্বাসীদের কাছে আজকের দিনটি খুবই পবিত্র। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ চন্দ্র কর্কট রাশিতে এবং শুক্র মেষ রাশিতে গোচর করবে। ফলে তৈরি হবে বিরল চতুর্থ-দশম যোগ। চতুর্থ-দশম যোগ পারিবারিক স্বস্তি, আরাম, যশ খ্যাতি প্রভৃতি জিনিস নির্দেশ করে। ফলে জগন্নাথদেবের আশীর্বাদে এই পবিত্র দিনে ভাগ্য খুলে যেতে পারে একাধিক রাশির। জ্যোতিষশাস্ত্র বলছে, আজকের দিনটি বিশেষ কিছু রাশির জন্য আশীর্বাদস্বরূপ হতে চলেছে।
১. মেষ
 
 চাকরিপ্রার্থীদের জন্য শুভ সংবাদ আসতে পারে। যাঁরা কর্মজীবনে বঞ্চিত তাঁদের জন্য আজকার দিনে নতুন সুযোগের দ্বার খুলতে পারে। পারিবারিক জীবনে মানসিক শান্তি মিলবে।
 
 ২. কর্কট
 
 রথযাত্রার দিনে চন্দ্রের অবস্থান কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে নতুন গতি। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। দাম্পত্য জীবনে রোমান্সের ছোঁয়া থাকবে।
 
 ৩. কন্যা
 
 আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ইতিবাচক। পুরনো ঋণ মিটে যাওয়ার সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন দিশা দেখাতে পারে।
 
 ৪. ধনু
 
 ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের খুবই মঙ্গলময়। তবে দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপে অতিবাহিত করতে হবে। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজও ফের গতিশীল হতে পারে।
 
 ৫. মীন
 
 চাকরি ও ব্যবসায় দু’দিকেই উন্নতির ইঙ্গিত। রথযাত্রার পুণ্য দিনে নতুন পরিকল্পনা শুরু করার জন্য আদর্শ সময়। স্বাস্থ্যও থাকবে অনুকূলে।
