আজকাল ওয়েবডেস্ক: ভারতের কোনও কোনও জায়গায় বিয়ের পর নববধূকে দুধ গরম করতে বলা হয়। সেই সময় যদি দুধ উথলে পড়ে তবে সেটিকে শুভ সঙ্কেত বলে মনে করা হয়। কিন্তু ওই একদিনই, রোজ রোজ তো আর তা চলতে পারে না। কিন্তু দুধ গরম করতে দিলে উথলে পড়া একটি নিত্য দিনের ঘটনা। তাই দুধের অপচয় এড়াতে জেনে রাখুন কয়েকটি ঘরোয়া টোটকা।
১। কাঠের হাতা বা চামচ ব্যবহার করুন: দুধ গরম করার সময় পাত্রের উপরে একটি কাঠের হাতা বা চামচ আড়াআড়িভাবে রাখুন। ফুটন্ত দুধ যখন কাঠের হাতার সংস্পর্শে আসে, তখন বুদবুদগুলি ফেটে যায় এবং দুধ উপচে পড়া থেকে রক্ষা পায়। কাঠের হাতা তাপ শোষণ করে এবং দুধের উপরিভাগের তাপমাত্রা কমিয়ে দেয়, যা উপচে পড়া রোধে সাহায্য করে।
২। পাত্রের মুখে মাখন বা ঘি লাগান: দুধ ফোটানোর পাত্রের ভেতরের কানায় সামান্য মাখন বা ঘি মাখিয়ে দিন। এর ফলে দুধ ফুটে উঠলেও পাত্রের ধার ঘেঁষে ওপরে উঠতে পারবে না এবং উথলে পড়বে না। আসলে তৈলাক্ত পদার্থের প্রলেপ দুধের পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলে বুদবুদগুলি সহজে ফেটে যায়।
৩। জল ছিটিয়ে দিন: দুধ উথলে ওঠার উপক্রম হলে সঙ্গে সঙ্গে সামান্য ঠান্ডা জল ছিটিয়ে দিন। এতে দুধের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং উথলে পড়া বন্ধ হয়ে যায়।
৪। লবণ ব্যবহার করুন: দুধ গরম করার সময় সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলে দুধ উথলে পড়ার সম্ভাবনা কমে যায়। তবে খেয়াল রাখবেন, বেশি লবণ দিলে দুধের স্বাদ নোনতা হয়ে যেতে পারে।
৫। বড় পাত্র ব্যবহার করুন: দুধের পরিমাণের তুলনায় কিছুটা বড় মাপের পাত্র ব্যবহার করুন। পাত্রে যথেষ্ট জায়গা থাকলে দুধ ফুটে উঠলেও উপচে পড়ার সম্ভাবনা কম থাকে।
