ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ)-এর এন.এস.এস ইউনিট ও রেড রিবন ক্লাব-এর উদ্যোগে ৩১ অক্টোবর আয়োজিত হয়েছে ‘ইনটেনসিফায়েড ক্যাম্পেইন ২০২৫’। রাজাবাজারের মোড়ে, সকাল ১১টা ৩০মিনিটে কলকাতা ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়। ছাত্রীরা পথনাটিকার মাধ্যমে সমাজে এইচ.আই.ভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক বার্তা তুলে ধরেছে ।
পুরো অনুষ্ঠানটি কলেজের অধ্যক্ষা ড. মৈত্রেয়ী রায় কাঞ্জিলালের নেতৃত্বে এবং এন.এস.এস ইউনিটের সঙ্গে যুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতি প্রণতি ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন ড.জয়ব্রতী মুখার্জী, সুপার লেডি ডাফরিন হসপিটাল,ড. তীর্থঙ্কর দেবনাথ, সুপার, আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, শ্রী জয়জিৎ ব্যানার্জি, অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ, ট্রাফিক এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজে এইচ.আই.ভি. ও এইডস সম্পর্কিত সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ)-এর এন.এস.এস ইউনিট ও রেড রিবন ক্লাবের এই উদ্যোগ শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়, ভবিষ্যৎ প্রজন্মের হাতে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। অধ্যক্ষা ড. মৈত্রেয়ী রায় কাঞ্জিলালের নেতৃত্বে এই অনুষ্ঠান প্রমাণ করল— শিক্ষার সঙ্গে সমাজসেবার সম্পর্ক অবিচ্ছেদ্য, আর সচেতন নাগরিকই পারে সুস্থ সমাজ গড়ে তুলতে।
