আজকাল ওয়েবডেস্কঃ প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরতে শুরু করে। শরীরের অন্যান্য অংশেও পড়ে বার্ধক্যের ছাপ। কিন্তু সময়ের আগেই অর্থাৎ অল্প বয়সে যদি কারও কালো চুল সাদা হতে শুরু করে, তবে তা অবশ্য়ই চিন্তার বিষয়! বিশেষজ্ঞদের একাংশের মতে, আজকাল ৩০ পেরতেই অনেক তরুণ-তরুণীর মাথায় পাকা চুলের আনাগোনা শুরু হয়ে যায়। দীর্ঘ সময়ে সূর্যালোকে থাকলে চুলেও তার প্রভাব পড়ে। এছাড়াও দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকলে, ধূমপান এবং মদ্যপান করলেও চুলের অকালপক্কতা হতে পারে। এছাড়াও দূষণের কারণেও চুলে অসময়ে পাক ধরতে পারে।
এই পরিবর্তনকে মেনে নিতে বাধ্য হতেই হবে , যদিও অধিকাংশই চুলের অকালপক্কতা নিয়ে অস্বস্তিতে পড়েন। তখন বিভিন্ন রাসায়নিক হেয়ার কালার ব্যবহার করে পাকা চুল ঢেকে ফেলা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু এই কারণে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই এর পরিবর্তে আপনি কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন।
একটি গোটা নারকেল থেকে ছিবড়ে আলাদা করে নিন। একটি মাটির পাত্রে নারকেল ছিবড়ে দিন। সঙ্গে ৪-৫টি আমন্ড বাদাম ও ২টি কর্পূর দিন। সমস্ত উপকরণগুলো একসঙ্গে পুড়িয়ে ফেলুন। ভাল মতো পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই একটি বাটিতে ছেঁকে নিন। সঙ্গে দু'চামচ নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। চুলের গোড়া থেকে সর্বত্র সাদা জায়গায় লাগিয়ে নিন। একঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু ও জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার চুল কয়লার মতো কালো হয়ে যাবে কোনও ক্ষতিকর রাসায়নিক ছাড়াই।
