আজকাল ওয়েবডেস্ক: শহরের নামী হাসপাতাল, অথচ সেখানে রক্তমাংসের কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নেই। রিসেপশনেও বসে রয়েছে রোবট। শুনে অবিশ্বাস্য মনে হলেও, প্রযুক্তির দুনিয়ায় এমনই এক চমকপ্রদ কীর্তি স্থাপন করেছে চীন। বেজিং-এর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘এআই’ হাসপাতাল।। যার সরকারি নাম ‘এজেন্ট হাসপাতাল’।

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর এআই ইন্ডাস্ট্রি রিসার্চ’-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এই ভার্চুয়াল হাসপাতালে ১৪ জন এআই ‘ডাক্তার’ এবং ৪ জন এআই ‘নার্স’ রয়েছে। তারা মানুষের মতোই একে অপরের সঙ্গে আলোচনা করে, রোগীর লক্ষণ বিশ্লেষণ করে এবং চিকিৎসার পরিকল্পনা তৈরি করে। আসলে কৃত্রিম মেধা লক্ষ লক্ষ মানুষের ডেটা ব্যবহার করে লক্ষণ অনুযায়ী রোগ নির্ণয় করে। গবেষকদের দাবি, এই এআই চিকিৎসা পদ্ধতি আমেরিকান বহু মানব চিকিৎসকের তুলনায় অনেক বেশি সঠিক।

চিকিৎসা হয় কীভাবে?
এই ‘এজেন্ট হাসপাতাল’ আদতে একটি ভার্চুয়াল জগত যেখানে বাস্তব পৃথিবীর অনুকরণে চিকিৎসার পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৩,০০০ ভার্চুয়াল রোগীর চিকিৎসা করা হয়। এই এআই চিকিৎসকেরা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে কার্ডিওভাসকুলার রোগের মতো জটিল পরিস্থিতিও সামলাতে সক্ষম। মাত্র কয়েকদিনের মধ্যে এই সিস্টেম প্রায় ১০,০০০ রোগীর চিকিৎসা করতে পারে, যা একজন সাধারণ চিকিৎসকের করতে অন্তত দু’বছর সময় লাগবে।

প্রযুক্তিবিদেরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে। ভার্চুয়াল জগতে সফল হলেও, বাস্তব পৃথিবীতে মানুষের শরীরের জটিলতা এবং মানসিক অবস্থা বুঝে চিকিৎসা করতে কৃত্রিম মেধা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।