আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মেধা ও কূটনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আচার্য চাণক্য। তিনি শুধু রাজনীতি বা অর্থনীতির জ্ঞানই দেননি, মানব জীবনের বহু সূক্ষ্ম দিক নিয়েও রেখে গেছেন গভীর পর্যবেক্ষণ ও দিকনির্দেশ। তাঁর ‘চাণক্য নীতি’-তে এমন কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যা আজকের যুগেও আশ্চর্যরকম প্রাসঙ্গিক।
চাণক্যের মতে, কিছু পুরুষ আছেন যাঁদের মধ্যে নারী-আকর্ষণের প্রবল প্রবণতা দেখা যায়। এই ধরনের পুরুষদের আচরণ ও মনোবৃত্তি সম্পর্কে চাণক্য বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, এরা আত্মপ্রচারে ব্যস্ত থাকেন—চেহারা, পোশাক, সৌন্দর্যচর্চায় এদের অতি আগ্রহ। উদ্দেশ্য একটাই—নতুন নারীদের দৃষ্টি আকর্ষণ।
এই ধরণের পুরুষদের চোখ সাধারণত এক জায়গায় স্থির থাকে না। তাঁরা একাধিক নারী বন্ধুর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখেন এবং নিজের ব্যক্তিগত সম্পর্ক—স্ত্রী বা প্রেমিকাকে প্রকাশ্যে আনতে অনীহা দেখান। তাদের অভ্যাস হলো—একটি সম্পর্ক গড়ে তোলার পরও নতুন সম্পর্কের খোঁজ চালিয়ে যাওয়া।
চাণক্য মনে করতেন, এই ধরনের পুরুষদের উপর অতিরিক্ত ভরসা করা উচিত নয়। যাঁরা জীবনসঙ্গী বাছাইয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য চাণক্যের এই পর্যবেক্ষণ হতে পারে এক কার্যকর দিকনির্দেশ।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি ধর্মীয়-সাংস্কৃতিক ভিত্তিতে প্রচলিত চাণক্য নীতির উপরে ভিত্তি করে রচিত। এর কোনও মনোবিদ বা সমাজবিজ্ঞানভিত্তিক প্রমাণ না-ও থাকতে পারে। নিজের সম্পর্ক সংক্রান্ত জিজ্ঞাসায় বিশেষজ্ঞের মতামত নেওয়া সর্বদা বাঞ্ছনীয়।
