জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধিমত্তা, যোগাযোগ, যুক্তিবোধ ও ব্যবসার কারক হিসাবে গণ্য করা হয়। যাঁর জন্মকুণ্ডলীতে বুধ শক্তিশালী থাকে, তিনি কথাবার্তায় দক্ষ, চিন্তায় প্রখর এবং জীবনে সাফল্য অর্জনে সক্ষম হন। এমন ব্যক্তিরা প্রায়ই সফল ব্যবসায়ী হিসাবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। বর্তমানে বুধ মকর রাশিতে অবস্থান করছে এবং খুব শিঘ্রই কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে, যার প্রভাব সব রাশির উপরই কমবেশি পড়বে।

 

২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বুধ গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির অধিপতি শনি, তাই শনির রাশিতে বুধের প্রবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই গোচর মানুষের কথা, ব্যবসা, যোগাযোগ গড়ে তোলার দক্ষতা ও বুদ্ধিবৃত্তির উপর স্পষ্ট প্রভাব ফেলবে। জ্যোতিষ মতে, চারটি রাশির জন্য এই বুধ গোচর অত্যন্ত শুভ ও অর্থপ্রদায়ক হতে চলেছে। সেই কারণেই একে এই রাশিগুলির জন্য ‘ধন যোগ’ সৃষ্টিকারী গোচর বলা হচ্ছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য বুধের এই গোচর বহুদিনের মনোকামনা পূরণের সম্ভাবনা তৈরি করবে। আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে এবং এমন কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের শক্ত ভিত গড়ে দেবে। কোনও সুখবর পাওয়ায় পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। নতুন চাকরির প্রস্তাব মিলতে পারে এবং বিনিয়োগ থেকেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জীবনে বুধের গোচর নানা ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। পদ ও সম্মান বৃদ্ধি পাবে। চাকরিক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা সাফল্যে রূপ নিতে পারে। নতুন ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। তবে এই সময় অহংকার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকাই শ্রেয়।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের ক্ষেত্রে বুধের গোচর প্রায় প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সহায়তা এনে দেবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বড় কাজ সফল হতে পারে। সঙ্গীর কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ে স্থির হতে পারে। ব্যবসায় লাভ হবে, বিশেষ করে যাঁরা অংশীদারিত্বে কাজ করছেন তাঁদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল।

কুম্ভ রাশি

কুম্ভ রাশিতেই বুধ গোচর করে প্রবেশ করছে, ফলে এই রাশির জাতকদের জন্য এটি বিশেষ লাভজনক সময়। দীর্ঘদিনের কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। কেরিয়ার ও আর্থিক দিক থেকে এই সময় অত্যন্ত শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখ ও সহযোগিতা মিলবে। পাশাপাশি নেতৃত্বদক্ষতা আরও মজবুত হয়ে উঠবে।