আজকাল ওয়েবডেস্কঃ সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। রবিবার ২২ জুন বুধ নিজের রাশি মিথুন ছেড়ে কর্কটে প্রবেশ করেছে। চন্দ্রের রাশিতে বুধের গোচরের ফলে চার রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে। 

বৃষঃ বুধের গোচর বৃষ রাশির জন্য লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, সাফল্য আসতে বাধ্য। জুন মাসের শেষ দিকে জীবনে যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবেন। কাজের জগতে খ্যাতি বাড়বে।

কর্কটঃ বুধের রাশি পরিবর্তনে সুদিন ফিরতে চলেছে কর্কট রাশির। জীবনের সব ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। চাকরিতে কাজের প্রশংসা পাবেন। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে। নিজের ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।

সিংহঃ বুধের প্রভাবে সিংহ রাশির কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। বৈবাহিক জীবন সুখের হবে। চাকুরীজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের সন্তুষ্টি পাবেন।

বৃশ্চিকঃ বুধের ঘর বদল বৃশ্চিক রাশির জন্য লাভজনক হবে। যারা চাকরি খুঁজছেন, তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ভবিষ্যতে লাভ হবে এমন কিছুতে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।