আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিয়ে? চলছে জোরকদমে প্রস্তুতি। সপ্তাহান্তে টুক টুক করে শপিং করছেন। সারছেন নেমতন্ন পর্বও। এসবের মাঝে নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন না তো? বিয়ের দিন আপনিই যে মধ্যমণি। যতই কনের মেকআপে খুঁত ঢাকুন না কেন, ত্বকের স্বাভাবিক জেল্লার কাছে হার মানে সব কিছুই। তাই তো বিয়ের আগে থেকে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।

বিয়ের দিনে সকলের মাঝে অনন্যা হয়ে উঠতে চান সব কনেই। আর সেই স্বপ্নপূরণের জন্য বেশ ভাল পকেট খসিয়ে অনেকেই সালোঁয় গিয়ে রকমারি রূপচর্চা করে থাকেন। হবু কনেদের জন্য পার্লারে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। বিয়ের কয়েক দিন আগে অনেক কনেই সেই সব নামীদামি প্যাকেজমুখী হন। কিন্ত জানেন কি এমন একটি প্যাক আছে যা ম্যাজিকের মতো কাজ করতে পারে। বিয়ের মাত্র ২০ দিন আগে এই প্যাক ব্যবহার করলে ত্বকে দারুণ চমক দেখতে পাবেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বাস্তবেই সেই প্যাক লাগাতে শুরু করলে বিয়ের দিন কনের সাজে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন আপনি। তাহলে সেই ম্যাজিক প্যাক কীভাবে বানাবেন জেনে নিন-

উপকরণ: ২ চামচ বেসন, আধ চামচ হলুদ, ১ চামচ কফি, অর্ধেক লেবু, ১ চামচ দই

পদ্ধতি: একটি পাত্রে বেসন, হলুদ, কফি, লেবুর রস, দই নিয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে, গলায় ও ঘাড়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। হাতে পায়ে বা ঘাড়ে কোথাও বেশি ট্যান পড়লে সেখানেও লাগিয়ে নিতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক।  

প্যাকটি সান ট্যান সরিয়ে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে খুব ভালো কাজে দেয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখে দইয়ের ল্যাকটিক অ্যাসিড। ত্বকের দাগছোপ দূর করতে হলুদ দারুণ কাজ করে। এতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে দিতে পারে। এছাড়াও কফি, বেসন ও লেবু ত্বকের জন্য খুবই উপকারী।