আজকাল ওয়েবডেস্ক: শারীরিক সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি করানো নতুন কিছু নয়। কিন্তু ব্রাজিলিয়ান মডেল রাভেনা হ্যানিয়েলি প্রচারের আলোয় এসেছিলেন এমন এক অস্ত্রোপচারের কথা বলে যা অনেকেই শোনেননি। গত বছরের ডিসেম্বরে ২৪ বছর বয়সি এই প্লে-বয় মডেল জানিয়েছিলেন, তিনি পুনরায় কুমারী হতে চান। তাই এমন এক অস্ত্রোপচার করানোর ইচ্ছে তাঁর, যার মাধ্যমে ফের জোড়া লেগে যাবে হাইমেন পর্দা।
প্রসঙ্গত, হাইমেন বা যোনিচ্ছেদ পর্দা নারীদেহের যৌনাঙ্গের একটি বিশেষ চামড়ার আবরণ। তবে এই পর্দা থাকা না থাকা মোটেই কুমারীত্বের প্রমাণ নয়। বিশেষ করে যাঁরা খেলাধুলা করেন, সাইকেল চালান, তাঁদের হাইমেন পর্দা শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াই ছিন্ন হয়ে যেতে পারে। রাভেনার সেই অস্ত্রোপচার করতে চাওয়ার ভিডিও ভাইরাল হতেই একাধিক চিকিৎসক বিষয়টি নিয়ে সতর্কবার্তা দেন। জানান, এই ধরনের অস্ত্রোপচার সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং এতে বিভিন্ন রকমের সংক্রমণের ঝুঁকি থাকে।
এবার সেই রাভেনা ফের একবার শিরোনামে। ইনস্টাগ্রামে রাভেনার অনুরাগীর সংখ্যা দুই লক্ষ সাতষট্টি হাজার। তাঁদের জন্য বরফে মোড়া পাহাড়ে বিকিনি পরে উষ্ণতা ছড়াতে একটি বিশেষ ফটোশুটের আয়োজন করেন তিনি। কিন্তু তাতেই বিপত্তি। বরফে পর্যাপ্ত পোশাক না থাকায় নিতম্বে ফ্রস্টবাইট হয়ে যায় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় মডেলকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
