আজকাল ওয়েবডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে আমাজন অরিজিনাল সিরিজ পঞ্চায়েতের চতুর্থ সিজন। সেই কাল্পনিক গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি এই লাউ। তবে শুধু ওয়েব সিরিজে নয়, বাঙালির হেঁসেলেও লাউ যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ। বিশেষ করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা করতে ও হজম ঠিক রাখতে লাউ খাওয়া অত্যন্ত উপকারী।
১. শরীর ঠান্ডা রাখে
লাউয়ের ৯৬ শতাংশ জলে ভরা। ফলে এটি শরীরকে ঠান্ডা রাখে, গরমে ডিহাইড্রেশন বা জলশূন্যতা রোধ করে এবং গ্রীষ্মকালের ক্লান্তি কমাতে সাহায্য করে।
 ২. হজমে সহায়তা করে
লাউয়ে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। গ্যাস-অম্বল কিংবা পেট ফাঁপার সমস্যা থাকলে লাউ অত্যন্ত উপকারী।
 ৩. হৃদযন্ত্র সুস্থ রাখে
লাউয়ে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের খেয়াল রাখে। নিয়মিত লাউ খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।
৪. ওজন কমাতে সাহায্য করে
লাউয়ে ক্যালোরি অত্যন্ত কম, অথচ অল্প খেলেই পেট ভরে যায়। ফলে অসময়ে এটা-সেটা খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে আসে। জুস হিসেবেও এটি সমান জনপ্রিয়।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
লাউতে প্রচুর ফাইবার থাকে, ফলে খেলেও রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না। গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপযোগী খাবার।