আজকাল ওয়েবডেস্ক: কখনও ভেবে দেখেছেন আগেকার দিনে মা-ঠাকুরমারা কেউ তো বাজার থেকে নামী-দামি ক্রিম এনে লাগাতেন না মুখে, তার পরেও কীভাবে চকচক করত তাঁদের ত্বক? উত্তরটা খুব সহজ। কারণ তাঁরা ব্যবহার করতেন নানা ঘরোয়া টোটকা। রইল তেমনই এক টোটকার খোঁজ যা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখলেই চাঁদের মতো জেল্লা দেবে ত্বক। লাগবে নিমপাতা ও অ্যালো ভেরা জেলের মতো ঘরোয়া কিছু উপাদান।
উপকরণ:
* ১ টেবিল চামচ নিমপাতা বাটা
* ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
* ১ চা চামচ মধু (ঐচ্ছিক)
* ১ চা চামচ ভিটামিন ই তেল (ঐচ্ছিক)
পদ্ধতি:
১. প্রথমে নিমপাতাগুলো ভালো করে ধুয়ে বেটে নিন।
২. একটি পরিষ্কার পাত্রে নিমপাতা বাটা, অ্যালোভেরা জেল, মধু এবং ভিটামিন ই তেল (যদি ব্যবহার করেন) ভাল ভাবে মেশান।
৩. মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
৪. একটি পরিষ্কার কাঁচের পাত্রে মিশ্রণটি সংরক্ষণ করুন।
ব্যবহার বিধি:
১. রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে নিন।
২. তৈরি করা ক্রিমটি মুখে ও ঘাড়ে ভাল ভাবে লাগান।
৩. সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই মিশ্রণের উপকারিতা:
* নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ব্রণ এবং অন্যান্য ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে।
* অ্যালো ভেরা জেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং জ্বালা প্রশমিত করে।
* মধু এবং ভিটামিন ই তেল ত্বককে পুষ্টি জোগায় এবং দাগছোপ কমাতে সাহায্য করে।
এই ঘরোয়া নাইট ক্রিমটির নিয়মিত ব্যবহার মুখের দাগ ছোপ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করতে পারে। তবে, ত্বকের ধরন অনুযায়ী এই মিশ্রণটি ভিন্নভাবে কাজ করতে পারে। যদি আপনার ত্বক খুব স্পর্শকাতর হয়, তাহলে প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করে দেখুন। কোনও সমস্যা হলে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
