আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে উত্তেজনা চরমে রয়েছ। ইরানে হাজার হাজার সাধারণ নাগরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা ‘অপহরণ’ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছেন। নতুন বছরের শুরু থেকেই ভূ-রাজনৈতিক বিরোধ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তা দেখে মনে হচ্ছে বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা-র বেশ কিছু ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে।

বাবা ভাঙ্গা একজন সুপরিচিত বুলগেরীয় ভবিষ্যৎবক্তা। ৯/১১ হামলা, কোভিড-১৯ সহ অনেক ঘটনাকর ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তিনি ২০২৬ সালকে ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর হিসেবে উল্লেখ করেছেন।

প্রধান দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বিশ্ব উদ্বিগ্ন। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী উপেক্ষা করা যায় না। লাতিন আমেরিকা, ইরান এবং ইউরোপ-সহ সারা বিশ্বে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলি আবারও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে যে আরও একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু  হতে পারে যে কোনও সময়।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে, তারা উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘এম/ভি বেলা ১’ জাহাজটি জব্দ করেছে। মার্কিন কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ কয়েক সপ্তাহ ধরে ধাওয়া করার পর জাহাজটিকে আটক করা হয়। অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে অনুমান করা হচ্ছে, এই ঘটনা আরও একটি বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। 

২০২৬ সালের ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে, যার ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, রাজনৈতিক পালাবদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে আমেরিকা। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করে ট্রাম্প আরও বলেন যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল আমেরিকার কাছে হস্তান্তর করবে।

বিশেষজ্ঞদের ধারণা, মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের আসল কারণটি তাঁর দেশের তেল এবং পেট্রোডলারের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে। যার পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল।