আজকাল ওয়েবডেস্ক: যতদিন যাচ্ছে ততই যেন নিত্য নতুন চমকপ্রদ জিনিস নিয়ে হাজির হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার সেই তালিকায় যুক্ত হল ‘কথা এআই’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট করা একাধিক ভিডিও।

ভারতের ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে মজার মজার ভিডিও তৈরি করা হয় এই অ্যাকাউন্ট থেকে। আকবর থেকে আলাউদ্দিন খিলজি, গৌতম বুদ্ধ থেকে মহম্মদ-বিন-তুঘলক নানান ঐতিহাসিক চরিত্র নিয়ে একাধিক ভিডিও পোস্ট করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওগুলিতে তির্যক হাস্যরসের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় ঐতিহাসিক অনুষঙ্গ। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ঠিক কী রয়েছে সেই ভিডিওতে?

ভাইরাল ভিডিওর কেন্দ্রে রয়েছেন রবার্ট ক্লাইভ এবং মীরজাফর। দুই ঐতিহাসিক চরিত্রের প্রাণায়ন হয়েছে এ আই এর সাহায্যে। কথা বলা থেকে মুখের অঙ্গভঙ্গি, সবই অবিকল আসল মানুষের মতো। সেখানেই নিজস্বী তোলার ভঙ্গিতে ক্যামেরা ধরে ক্লাইভ বলছেন, “নমস্কার ভারত, আমি রবার্ট ক্লাইভ। আমার সঙ্গে রয়েছেন মীরজাফর। আমরা দু’জনে মিলে ভারতের সবচেয়ে বড় ম্যাচ ফিক্সিং করছি। নিয়মনীতি মেনে খেললে কোনও ভাবেই জেতা সম্ভব নয়।”

আসলে ভিডিওতে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে পলাশীর যুদ্ধের কাহিনি। সিরাজের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করেছিলেন ক্লাইভ এবং মীরজাফর, মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাই।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="blank">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katha.Ai (@_katha.ai)