আজকাল ওয়েবডেস্কঃ চাল ভেজানো জল ত্বকের জন্য খুব উপকারী। এই জলেই লুকিয়ে আয়নার মতো স্বচ্ছ ত্বকের চাবিকাঠি। চাল ধোয়া জলের গুণ জানলে চমকে যাবেন
নানা রকম ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে ভরপুর চাল ভেজানো জল। ত্বকের পক্ষে উপকারী প্রয়োজনীয় নানা ভিটামিন, খনিজ আছে এই জলে। ত্বকের উপর প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। রোমকূপ পরিষ্কার করতে এবং ত্বকে প্রাকৃতিক আভা এনে দিতে কার্যকর ভূমিকা পালন করে চাল ভেজানো জল। এই জলের কিউব বানিয়ে রোজ মুখে ঘষলে আপনার ত্বক হবে উজ্জ্বল ও টানটান। দাগহীন মসৃণ ত্বকের মরা কোষ দূর হয়ে ঝকঝকে হবে ত্বকের টেক্সচার। চাল ধুয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে সেই চাল ভেজানো জলে এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। আইস ট্রে তে এই জলের মিশ্রণটি ঢেলে দিন। ফ্রিজে রাখুন ৪ ঘন্টা। কিউবটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের দাগছোপের উপর ঘষুন। এর ম্যাজিকাল ফলাফল পাবেন হাতেনাতে।
চাল ভেজানো জলের এই কিউব ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। এক্সফোলিয়েটিং স্ক্রাবও বানাতে পারেন এই ম্যাজিকাল জল দিয়ে। এছাড়া রোজের ব্যবহৃত ক্লিনজারের সঙ্গে চাল ভেজানো জল মিশিয়েও ব্যবহার করা যায়।
এই কিউব ব্রণ প্রবণ ত্বকের জন্যও উপযুক্ত। চাল ভেজানো জলের এই কিউবের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে এবং তেল নিঃসরণ কমাতে সাহায্য করে। ত্বকের তেলতেলে ভাব কমিয়ে দেয় চাল ভেজানো জল। তাছাড়া ত্বকের তেল বা সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে
ওপেন পোরসের সমস্যা নিরাময় করে। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট বলে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এই চাল ভেজানো জলের কিউব।
