আজকাল ওয়েবডেস্ক: গল্ফেও আছেন, ফ্যাশনেও আছেন। একাধারে গল্ফ খেলোয়াড় এবং ফ্যাশন প্রভাবী পেগি স্পিরানাক শিরোনামে থাকতে পছন্দ করেন। আমেরিকান এই তারকা গল্ফার হিসাবে কেরিয়ার শুরু করলেও খুব একটা সফল হননি খেলায়। তার পর সিদ্ধান্ত নেন মডেলিং করার। আর তাতেই সাফল্য। গল্ফ খেলার ছলে শরীরী বিভঙ্গের আবেদনে তিনি দোলা দেন লক্ষ লক্ষ মানুষের মনে। 

বর্তমানে নেটমাধ্যম ইনস্টাগ্রামে ৩২ বছর বয়সি এই তারকার অনুরাগীর সংখ্যা ছড়িয়েছে ৪০ লক্ষ। বিভিন্ন রকমের সাহসী পোশাকে গল্ফ খেলার পোজ দিয়ে ছবি এবং ভিডিও আপলোড করেন তিনি। কখনও অন্তর্বাস ছাড়াই পোশাক পরেন, কখনও অতি শর্ট স্কার্টে ঝড় তোলেন ভক্তদের হৃদয়ে। তবে এবার তিনি মুখ খুললেন এমন একটি বিষয় নিয়ে যা শুনে একই সঙ্গে হতবাক এবং মর্মাহত তাঁর ভক্তরা।

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন পেগি। সেখানেই তিনি জানান, যখন জীবনের প্রথম পেশাদার টুর্নামেন্ট খেলতে দুবাই যান তিনি, তখন মারাত্মক হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। ২০১৫ সালে দুবাই লেডিস মাস্টার্সে অংশগ্রহণ করার আমন্ত্রণ পান তিনি। সেখানে মোট ৭৯ প্রতিযোগীর মধ্যে ৭৭ তম স্থান দখল করেন তিনি। আর তার পরেই ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, তিনি সেখানে খেলার যোগ্যই নন। শারীরিক সুখ দেওয়ার বিনিময়ে প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন তিনি। পডকাস্টে তিনি জানান, গোটা বিষয়টি মোটেই সত্য নয়। তাই এই ধরনের অভিযোগে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।