আজকাল ওয়েবডেস্ক: আজ ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবছর অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২৪ বছর পর এই দিনে চাঁদ ও বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে বিরল ও শুভ অক্ষয় যোগ তৈরি হবে। এর আগে ২০০১ সালে অক্ষয় যোগ গঠিত হয়েছিল। একইসঙ্গে বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এছাড়াও মীন রাশিতে চতুর্গ্রহী, মালব্য এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগের নির্মাণ হচ্ছে। একাধিক শুভ যোগের প্রভাবে সোনার মতো চমকাবে চার রাশির ভাগ্য। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, জেনে নেওয়া যাক-
মেষ- মেষ রাশির জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে।
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। নতুন কাজ শুরু করার আজই শুভ দিন। মানসিক সমস্যা কমবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
কর্কট- অক্ষয় তৃতীয়ায় ভাগ্য সদয় হবে কর্কট রাশির। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। সমাজে মান-যশ বাড়বে। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পুরনো কোনও বন্ধুর থেকে জটিল সমস্যার সমাধান পেতে পারেন। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়বে।
সিংহ- সিংহ রাশির জন্য অক্ষয় তৃতীয়া লাভজনক হতে চলেছে। পরিশ্রমের ফল পাবেন। অনেকদিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। যারা চাকরির চেষ্টা করছেন তাঁরা সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
ধনু- ধনু রাশির অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্যের দরজা খুলবে। স্বাস্থ্যের সমস্যা কমবে। কোনও আইনি জটিলতা থাকলে স্বস্তি পাবেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে বিরাট উন্নতির সুযোগ আসবে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।
