আজকাল ওয়েবডেস্কঃ আজ ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মমতে, অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ। এই দিনে যে কোনও নতুন কাজ শুরু করা শুভ। একইসঙ্গে কথিত রয়েছে, তৃতীয়া যতক্ষণ থাকে, তার মধ্যে বেশ কিছু জিনিস কিনলে সংসারে অর্থ, সুখ সম্বৃদ্ধি বাড়ে। আবার এই দিনে কিছু জিনিস কিনলে দুর্ভাগ্য পিছু নেয়। তাহলে অক্ষয় তৃতীয়ায় কী কী কেনা উচিত এবং কোন কোন জিনিস ভুলেও কিনবেন না, জেনে নিন-
কী কী কিনবেন
১. সোনাঃ অক্ষয়তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ। এই দিনে সোনা সারা জীবন সৌভাগ্য থাকে বলে প্রচলিত বিশ্বাস। সেই সোনা পরার আগে দেবী লক্ষ্মীর পায়ে রেখে পুজো করারও নিয়ম রয়েছে। সোনার কয়েনও কেনা যেতে পারে।
২. রুপোঃ সোনার সাধ্য না থাকলে অনেকে অক্ষয় তৃতীয়ায় রুপোর গয়না কিংবা কয়েন কেনেন। এই দিনে রুপোর জিনিস কিনলেও জীবনে আর্থিক সমস্যা ছুঁতে পারবে না বলে মনে করা হয়।
৩. পিতলের পাত্রঃ অক্ষয় তৃতীয়ায় পিতলের পাত্র গৃহে আনাও শুভ। পিতল ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের (বৃহস্পতি) সঙ্গে সম্পর্কিত। অক্ষয় তৃতীয়ার আচার-অনুষ্ঠানে পিতলের পাত্র ব্যবহার করলে তা সংসারে আর্থিক লাভের পথ প্রশস্ত করে।
৪. সৈন্ধব লবণঃ ঘরে সন্ধব লবণকে বিশুদ্ধ জিনিস বলে মনে করা হয়। এটি বাড়িতে যেখানে থাকে সেখানকার নেগেটিভ এনার্জিকে দূর করে। তাই অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা ভাল।
৫. তুলসী গাছঃ হিন্দুধর্ম মতে, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। তাই গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি নতুন তুলসী গাছ আনলেও দেবীর আর্শীবাদ পাওয়া যায়।
কী কী কিনবেন না
* অ্যালুমিনিয়ামের জিনিসপত্র – অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা ভাল নয়। আসলে এটিকে অশুদ্ধ ধাতু বলে বলা হয়। তাই এদিন অ্যালুমিনিয়ামের জিনিস বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি নষ্ট হতে পারে।
* কাঁচের জিনিসপত্র – অনেকে অক্ষয় তৃতীয়ার দিন কাচের জিনিস কেনেন। কিন্তু এই দিনে কাঁচের জিনিসপত্র কেনা মোটেও শুভ নয়। কারণ কাঁচ রাহুর সঙ্গে যুক্ত। যা মানসিক চাপের কারণ হতে পারে।
* লোহার জিনিসপত্র – লোহা শনির ধাতু। তাই অক্ষয় তৃতীয়ার দিন লোহার জিনিসপত্র কিনলে তা জীবনে বিপদ ডেকে আনতে পারে। এমনকী কথিত রয়েছে, লোহাপ জিনিস কোনও দুর্ঘটনার কারণও হতে পারে।
* ধারাল জিনিসপত্র –অক্ষয় তৃতীয়ায় কোনও ধারাল জিনিস কেনা অশুভ। এই দিনে কাঁচি, ছুরি, ব্লেড এই ধরনের ধারাল জিনিস না কেনার চেষ্টা করুন।
* প্লাস্টিকের জিনিস- অক্ষয় তৃতীয়ায় কোনও প্লাস্টিকের তৈরি জিনিস না কেনাই ভাল। প্রচলিত বিশ্বাস, এদিন প্লাস্টিকের জিনিস কিনলে সংসারে দারিদ্র্য দেখা দেয়।
* কালো কাপড়- অক্ষয় তৃতীয়ায় কালো কাপড় বা কালো পোশাক কেনা উচিত নয়। কালো রং জীবনে অশুভ প্রভাব ফেলে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার শুভ দিন কালো রঙের পোশাকও এড়িয়ে চলা শ্রেয়।
