আজকাল ওয়েবডেস্ক: থিয়েটারের মঞ্চ কিংবা সিনেমার পর্দা সবেতেই সমান স্বচ্ছন্দ তিনি। তবে গোটা বিশ্ব তাঁকে চেনে তাঁর সুমধুর কণ্ঠের জন্যেই। একের পর এক হিট অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি, পেয়েছেন গ্রামির নমিনেশন। সেই লিলি অ্যালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করলেন যা শুনে চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরাও। ঠিক কী বলেছেন এই ব্রিটিশ তারকা?
একটি ব্রিটিশ পডকাস্টে কথা প্রসঙ্গে লিলি বলেন, “আমার বেশ কয়েকবার গর্ভপাত করাতে হয়েছে। সত্যি বলতে কতবার করতে হয়েছে সেটাও আমার মনে নেই। সম্ভবত চার থেকে পাঁচ বার হবে হয়তো।” বর্তমানে তাঁর ১২ এবং ১৩ বছরের দুই কন্যা সন্তান রয়েছে। অতীতের কথা স্মরণ করে লিলি জানান, একবার গর্ভপাত করানোর সময় তাঁর শয্যাসঙ্গী গর্ভপাতের খরচ দিয়ে দেন। বিষয়টি প্রথমে রোমান্টিক লাগলেও পরে তাঁর সেই ধারণা বদলে যায়। কারণ ওই ব্যক্তি পরে আর কখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেননি
বর্তমানে বিবাহবিচ্ছিন্না লিলি জানিয়েছেন, এক সময় তিনি বারবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও এখন তিনি সেই রাস্তা থেকে সরে এসেছেন। এখন তাঁর মূল ভরসা তাঁর দুই কন্যা। মধ্যবয়সে এসে তাঁর উপলব্ধি, কঠিন সময়ে তাঁর দুই কন্যাই একমাত্র অবলম্বন।
